দ্বিশতরানের পর উল্লাস দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটনের। ছবি: সমাজমাধ্যম।
কেপটাউনে নজির দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দাপট দেখালেন দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা। দ্বিশতরান করলেন রায়ান রিকেলটন। শতরান করেছেন তেম্বা বাভুমা ও কাইল ভেরেইনি। তাঁদের দাপটে প্রথম ইনিংসে ৬১৫ রান করেছে দক্ষিণ আফ্রিকা। তার ফলে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেই চাপে পড়ে গিয়েছে পাকিস্তান।
টেস্টের প্রথম দিনই শতরান করেছিলেন রিকেলটন ও বাভুমা। অধিনায়ক বাভুমা ১০৬ রান করে আউট হয়ে গেলেও ১৬৯ রানে ব্যাট করছিলেন রিকেলটন। দ্বিশতরানের সুযোগ ফস্কাননি তিনি। দ্বিতীয় দিন ভেরেইনির সঙ্গে জুটি বাঁধলেন রিকেলটন। দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি ব্যাটারকে থামাতে পারেননি পাকিস্তানের বোলারেরা। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন ভেরেইনি।
দুই ব্যাটারের মধ্যে ১৪৮ রানের জুটি হল। শতরান করার পরেই অবশ্য আউট হয়ে যান ভেরেইনি। ১০০ রান করেন তিনি। ভেরেইনি আউট হলেও খেলা চালিয়ে যান রিকেলটন। মার্কো জানসেনের সঙ্গে জুটি বাঁধেন তিনি। বলের পাশাপাশি ব্যাট হাতেও তিনি কতটা নির্ভরযোগ্য তা দেখালেন জানসেন। শেষ পর্যন্ত ২৫৯ রান করে মির হামজ়ার বলে আউট হন রিকেলটন। ৫৫৭ রানে ৭ উইকেট পড়ে দক্ষিণ আফ্রিকার। তার পরেও তাদের অল আউট করতে সময় লাগে পাকিস্তানের।
শেষ দিকে টি-টোয়েন্টির মেজাজে ব্যাট করেন জানসেন ও কেশব মহারাজ। টেস্টে ১০০-র বেশি স্ট্রাইক রেটে রান করেন তাঁরা। জানসেন ৫৪ বলে ৬২ রান করে আউট হন। মহারাজ ৩৫ বলে ৪০ রান করেন। শেষ পর্যন্ত ৬১৫ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। পাকিস্তানের চার বোলারও শতরান করেছেন। তবে তা রান দেওয়ার নিরিখে। তাদের হয়ে মহম্মদ আব্বাস ও সলমন আঘা তিনটি করে উইকেট নিয়েছেন। দু’টি করে উইকেট নিয়েছেন মির হামজ়া ও খুর্রম শাহজ়াদ।
জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা ভাল হয়নি। কাগিসো রাবাডার বলে প্রথম ওভারেই আউট হন অধিনায়ক শান মাসুদ। আর এক ওপেনার বাবর আজ়ম দিনের শেষ পর্যন্ত খেললেও তাঁকে সঙ্গ দিয়ে পারেননি কামরান গুলাম ও সাউদ শাকিল। দ্বিতীয় দিনের শেষে পাকিস্তানের রান ৩ উইকেটে ৬৪। বাবর ৩১ ও মহম্মদ রিজ়ওয়ান ৯ রান করে খেলছেন। দক্ষিণ আফ্রিকার থেকে ৫৫১ রান পিছিয়ে পাকিস্তান। যদিও দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটার ক্রিজ়ে রয়েছেন। এখন দেখার তৃতীয় দিন দলের রান কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন তাঁরা।