Nursing

স্কুলের গণ্ডি পেরিয়ে নার্সিং নিয়ে কেরিয়ার গড়তে চান? রইল কোর্স ও চাকরির খুঁটিনাটি তথ্য

চিকিৎসক ছাড়াও স্বাস্থ্যক্ষেত্রে নার্সদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। উচ্চমাধ্যমিকের পর এই পেশা বেছে নেওয়ার আগে জেনে নিন এ সংক্রান্ত বিস্তারিত তথ্য।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৩ ১৯:২৯
০১ ১০
যাঁরা ছোটবেলায় ইংরেজ সেবিকা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের গল্পে অনুপ্রাণিত হয়েছেন, তাঁদের অনেকেই বড় হয়ে নার্সিং পেশাকে বেছে নিতে চেয়েছেন।

যাঁরা ছোটবেলায় ইংরেজ সেবিকা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের গল্পে অনুপ্রাণিত হয়েছেন, তাঁদের অনেকেই বড় হয়ে নার্সিং পেশাকে বেছে নিতে চেয়েছেন।

০২ ১০
চিকিৎসাবিজ্ঞান ছাড়া নার্সিং নিয়ে পড়লেও স্বাস্থ্যক্ষেত্রে কাজ করা যায়। অতিমারির পর এই পেশার চাহিদা ব্যাপক ভাবে বেড়েছে।

চিকিৎসাবিজ্ঞান ছাড়া নার্সিং নিয়ে পড়লেও স্বাস্থ্যক্ষেত্রে কাজ করা যায়। অতিমারির পর এই পেশার চাহিদা ব্যাপক ভাবে বেড়েছে।

০৩ ১০
একজন নার্স প্রকৃত অর্থেই একজন শুশ্রূষাকারীর কাজ করেন। এ ছাড়াও তাঁদের মানুষের শরীর সম্পর্কে সম্যক ধারণা থাকে। এ জন্য চিকিৎসাক্ষেত্রে কোনও আপৎকালীন পরিস্থিতিতে নার্সদেরই  একেবারে সামনের সারিতে থেকে রোগীর শুশ্রূষা করতে হয়।

একজন নার্স প্রকৃত অর্থেই একজন শুশ্রূষাকারীর কাজ করেন। এ ছাড়াও তাঁদের মানুষের শরীর সম্পর্কে সম্যক ধারণা থাকে। এ জন্য চিকিৎসাক্ষেত্রে কোনও আপৎকালীন পরিস্থিতিতে নার্সদেরই একেবারে সামনের সারিতে থেকে রোগীর শুশ্রূষা করতে হয়।

Advertisement
০৪ ১০
রোগীদের নিঃস্বার্থ সেবা-শুশ্রুষার ইচ্ছে থাকলে এবং যথাযথ স্পেশালাইজেশান থাকলে, বর্তমানে এই পেশায় চাকরিরও বিপুল সুযোগ রয়েছে।

রোগীদের নিঃস্বার্থ সেবা-শুশ্রুষার ইচ্ছে থাকলে এবং যথাযথ স্পেশালাইজেশান থাকলে, বর্তমানে এই পেশায় চাকরিরও বিপুল সুযোগ রয়েছে।

০৫ ১০
উচ্চমাধ্যমিকের পর যে প্রবেশিকা পরীক্ষাগুলি দিলে এই পেশায় যাওয়া যায়, সেগুলি হল— সর্বভারতীয় নিট, পিজিআইএমইআর নার্সিং পরীক্ষা, জেপিএমইআর পরীক্ষা, এইমস নার্সিং পরীক্ষা, ইন্ডিয়ান আর্মি নার্সিং পরীক্ষা, জামিয়া হামদর্দ নার্সিং পরীক্ষা, বিএইচইউ নার্সিং পরীক্ষা, কেজিএমইউ নার্সিং পরীক্ষা এবং পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, নার্সিং।

উচ্চমাধ্যমিকের পর যে প্রবেশিকা পরীক্ষাগুলি দিলে এই পেশায় যাওয়া যায়, সেগুলি হল— সর্বভারতীয় নিট, পিজিআইএমইআর নার্সিং পরীক্ষা, জেপিএমইআর পরীক্ষা, এইমস নার্সিং পরীক্ষা, ইন্ডিয়ান আর্মি নার্সিং পরীক্ষা, জামিয়া হামদর্দ নার্সিং পরীক্ষা, বিএইচইউ নার্সিং পরীক্ষা, কেজিএমইউ নার্সিং পরীক্ষা এবং পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, নার্সিং।

Advertisement
০৬ ১০
স্নাতকের পর নার্সিং-এ যে বিষয়গুলিতে স্নাতকোত্তর বা পিজি ডিপ্লোমা করা যায়, সেগুলি হল— ক্রিটিক্যাল কেয়ার নার্সিং, কার্ডিওভ্যাসকুলার ও থোরাসিক নার্সিং, এমার্জেন্সি নার্সিং, অপারেটিং রুম নার্সিং, পেডিয়াট্রিক নার্সিং, মিডওয়াইফরি, নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন, মেন্টাল হেলথ নার্সিং ইত্যাদি।

স্নাতকের পর নার্সিং-এ যে বিষয়গুলিতে স্নাতকোত্তর বা পিজি ডিপ্লোমা করা যায়, সেগুলি হল— ক্রিটিক্যাল কেয়ার নার্সিং, কার্ডিওভ্যাসকুলার ও থোরাসিক নার্সিং, এমার্জেন্সি নার্সিং, অপারেটিং রুম নার্সিং, পেডিয়াট্রিক নার্সিং, মিডওয়াইফরি, নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন, মেন্টাল হেলথ নার্সিং ইত্যাদি।

০৭ ১০
প্রচলিত ডিগ্রি ও ডিপ্লোমা কোর্স ছাড়াও বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোম থেকে ৬ মাস থেকে ১ বছরের কিছু সার্টিফিকেট কোর্সও করা যায়।

প্রচলিত ডিগ্রি ও ডিপ্লোমা কোর্স ছাড়াও বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোম থেকে ৬ মাস থেকে ১ বছরের কিছু সার্টিফিকেট কোর্সও করা যায়।

Advertisement
০৮ ১০
ভারতবর্ষে নার্সিং-নিয়ে পড়ার কয়েকটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হল— অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস,দিল্লি, আচার্য ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস, বেঙ্গালুরু,  খ্রিস্টান মেডিক্যাল কলেজ, ভেলোর, পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, চণ্ডীগড়, বেনারস হিন্দু ইউনিভার্সিটি ।

ভারতবর্ষে নার্সিং-নিয়ে পড়ার কয়েকটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হল— অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস,দিল্লি, আচার্য ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস, বেঙ্গালুরু, খ্রিস্টান মেডিক্যাল কলেজ, ভেলোর, পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, চণ্ডীগড়, বেনারস হিন্দু ইউনিভার্সিটি ।

০৯ ১০
পশ্চিমবঙ্গে নার্সিং নিয়ে পড়ার কয়েকটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হল— কলকাতা মেডিক্যাল কলেজ, আইপিজিএমই অ্যান্ড আর ও এসএসকেএম হাসপাতাল, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ, আরজি কর মেডিক্যাল কলেজ।

পশ্চিমবঙ্গে নার্সিং নিয়ে পড়ার কয়েকটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হল— কলকাতা মেডিক্যাল কলেজ, আইপিজিএমই অ্যান্ড আর ও এসএসকেএম হাসপাতাল, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ, আরজি কর মেডিক্যাল কলেজ।

১০ ১০
বর্তমানে স্বাস্থ্যক্ষেত্রে  নার্সদের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাই যদি মানুষকে সাহায্য করতে, পরিষেবা দিতে বা সেবা-শুশ্রূষা করতে ভাল লাগে, তা হলে নির্দ্বিধায় এই পেশা বেছে নিন।

বর্তমানে স্বাস্থ্যক্ষেত্রে নার্সদের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাই যদি মানুষকে সাহায্য করতে, পরিষেবা দিতে বা সেবা-শুশ্রূষা করতে ভাল লাগে, তা হলে নির্দ্বিধায় এই পেশা বেছে নিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি