CUET

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান? শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া

যে শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণির পর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরে পড়ার জন্য পরিকল্পনা করেছেন, তাঁদের কমন ইউনিভার্সিটি এনট্রান্স টেস্টে (কুয়েট) উত্তীর্ণ হতে হয়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৮
কমন ইউনিভার্সিটি এনট্রান্স টেস্ট ২০২৩।

কমন ইউনিভার্সিটি এনট্রান্স টেস্ট ২০২৩। প্রতীকী ছবি।

স্নাতক স্তরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষার (কমন ইউনিভার্সিটি এনট্রান্স টেস্ট) আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) দ্বারা আয়োজিত হয়ে থাকে এই পরীক্ষা।

আগেই ইউজিসি-র চেয়ারম্যান টুইটের মাধ্যমে জানিয়েছিলেন, কুয়েট ২০২৩-এর যে পরীক্ষা ২১ থেকে ৩১ মে-র মধ্যে হওয়ার কথা, তার আবেদন প্রক্রিয়া শুরু হবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। সেই মোতাবেক ১২ মার্চ পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া।

Advertisement

ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনের জন্য প্রথমে cuet.samarth.ac.in এই ওয়েবসাইটে যেতে হবে।

হোমপেজ থেকে ‘রেজিস্টার’ লেখার উপর ক্লিক করতে হবে।

যে পেজটি খুলবে, সেখানে দেওয়া সব তথ্য ভাল করে পরে একেবারে নীচে গিয়ে ‘ডাউনলোড দ্য ইনফরমেশন বুলেটিন অফ কুয়েট (ইউজি) ২০২৩’ লেখার পাশে ফাঁকা বাক্সে ক্লিক করে ‘প্রোসিড’-এ ক্লিক করতে হবে।

প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে ‘সাবমিট’ করতে হবে।

এর পর রেজিস্ট্রেশনের তথ্য দিয়ে আবেদনপত্র খোলার জন্য লগ ইন করতে হবে।

আবেদনপত্রে উল্লিখিত প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে এবং বরাদ্দ টাকা জমা করতে হবে।

সব হয়ে গেলেক ‘সাবমিট’ করতে হবে। পরবর্তী প্রয়োজনের জন্য আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখা ভাল।

পরে যদি আবেদনপত্রে কিছু পরিবর্তন করতে হয় তা হলে, ১৫ থেকে ১৮ মার্চের মধ্যে সেই পরিবর্তন করা যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement