CUET PG Registration 2023

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়তে চান? শীঘ্রই শেষ হচ্ছে আবেদন প্রক্রিয়া

১৯ এপিলের পরিবর্তে ৫ মে পর্যন্ত আবেদন প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। তবে, এ বার সেই সময়সীমা শেষ হতে চলেছে শীঘ্রই।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ মে ২০২৩ ১৪:৩৬
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়ার সুযোগ।

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়ার সুযোগ। প্রতীকী ছবি।

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর স্তরে পড়ার সুযোগ অনেকেই হাতছাড়া করতে চান না। আগেই শুর হয়েছে স্নাতকোত্তর স্তরে ভর্তির আবেদন প্রক্রিয়া। যার সময়সীমা প্রথমে ১৯ এপ্রিল পর্যন্ত থাকলেও পরে বাড়ানো হয়েছিল।যে সমস্ত পড়ুয়া ২০২৩ বর্ষে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর স্তরে পড়তে চান, তাঁদের কাছে এখনও সুযোগ রয়েছে প্রবেশিকা পরীক্ষায় বসার। কারণ, ১৯ এপিলের পরিবর্তে ৫ মে পর্যন্ত আবেদন প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। তবে, এ বার সেই সময়সীমা শেষ হতে চলেছে শীঘ্রই।

Advertisement

কী ভাবে আবেদন করবেন:

  • শিক্ষার্থীদের প্রথমে cuet.nta.nic.in এই ওয়েবসাইটে যেতে হবে।
  • প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিট্রেশন করতে হবে।
  • ‘কুয়েট পিজি ২০২৩’-এর আবেদনপত্র পূরণ করা দরকার।
  • স্ক্যান করা প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
  • আবেদনের জন্য বরাদ্দ টাকা জমা দিতে হবে।
  • সব ধাপ পূর্ণ হয়ে গেলে আবেদনপত্র জমা দিতে হবে।
  • পরবর্তী প্রয়োজনের জন্য আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন।

যে শিক্ষার্থীরা ইউজিসি স্বীকৃত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি অথবা ডিপ্লোমা করার পরিকল্পনা করেছেন, তাঁদের কমন ইউনিভার্সিটি এনট্রান্স টেস্ট (কুয়েট) দিতে হয়।

আরও পড়ুন
Advertisement