Cooch Behar

কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে কর্মখালি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। বিশেষ প্রজেক্টের জন্য এই পদে নিয়োগ করা হচ্ছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৯
কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ।

কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ। ছবি: সংগৃহীত।

কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি রাজ্যের সরকারি এই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনে নিন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য।

রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। বিশেষ প্রজেক্টের জন্য এই পদে নিয়োগ করা হচ্ছে। চুক্তির ভিত্তিতে স্বল্প সময়ের জন্য নিয়োগ করা হবে।

Advertisement

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পিএইচডি/ এমফিল/ নেট/ স্নাতকোত্তর হতে হবে হিউম্যানিটিজ় এবং সোশ্যাল সায়েন্স বিষয়ে। ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। সংস্কৃত এবং ইংরেজি ভাষা জানা থাকলে ভাল। প্রতি মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

১ মার্চ ’২৩ ইন্টারভিউ হবে। ইচ্ছুক প্রার্থীদের দুপুর ১২টার মধ্যে পৌঁছে যেতে হবে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায়। প্রয়োজনীয় নথির অরিজিন্যাল এবং স্বপ্রত্যয়িত ফটোকপি সঙ্গে রাখা প্রয়োজন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখুন: cbpbu.ac.in।

Advertisement
আরও পড়ুন