কলকাতা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণামূলক কাজের জন্য কর্মী প্রয়োজন। সোমবার এমনটা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ওই গবেষণা প্রকল্পে অর্থ সাহায্য করবে কেন্দ্রীয় মন্ত্রক। নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বা জৈবপ্রযুক্তি বিভাগে প্রকল্পের কাজ হবে। কেন্দ্রের বায়োটেকনোলজি বিভাগ (ডিবিটি)-র অর্থপুষ্ট ওই প্রকল্পে নিয়োগ হবে জুনিয়র রিসার্চ ফেলো পদে। শূন্যপদ একটি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে তিন বছর।
জুনিয়র রিসার্চ ফেলো পদে আবেদনকারীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তিকে কেন্দ্রীয় মন্ত্রকের নির্ধারিত নিয়ম মেনে প্রতি মাসে সাম্মানিক দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বায়োটেকনোলজি/ মাইক্রোবায়োলজি/ জীবনবিজ্ঞানের অন্য বিষয়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি উত্তীর্ণ হতে হবে নেট বা গেট-এর মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষাতেও। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগামী ১৯ ডিসেম্বর বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের কভার লেটার, জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি নিয়ে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।