Admission in CU

অর্থনীতিতে পিএইচডি করবেন? কলকাতা বিশ্ববিদ্যালয় দিচ্ছে সুযোগ

মোট আসন সংখ্যা রয়েছে ১৪টি। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে নূন্যতম ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৫:০৪
কলকাতা বিশ্ববিদ্যালয়।

কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

অর্থনীতি নিয়ে উচ্চশিক্ষায় আগ্রহী? ডক্টরেট ডিগ্রি অর্জনের ইচ্ছে থাকলে খোঁজ নিতে পারেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কারণ, এই বিষয়ে পিএইচডি-র সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠান। তাদের ওয়েবসাইটে গেলেই দেখা যাবে বিজ্ঞপ্তিটি।

Advertisement

২০২৫ শিক্ষাবর্ষের জন্য ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। মোট আসন সংখ্যা রয়েছে ১৪টি। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে নূন্যতম ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর উত্তীর্ণ হওয়া প্রয়োজন। বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ রিসার্চ এন্ট্রান্স টেস্ট উত্তীর্ণ হওয়া দরকার। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট/ স্টেট এলিজিবিলিটি টেস্ট/ এমফিল উত্তীর্ণ থাকলে এই প্রবেশিকা পরীক্ষা দিতে হবে না। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’-এ সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। ২৯ নভেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকা পরীক্ষা হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আরও পড়ুন
Advertisement