Vinod Kambli

মস্তিষ্কে জমেছে রক্ত, বিনা খরচে চিকিৎসা করবে হাসপাতাল, ‘ওদের জন্যই বেঁচে’, বললেন কাম্বলি

শারীরিক অবস্থার অবনতির কারণে সোমবার তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বিনোদ কাম্বলিকে। রাতের দিকে জানা গিয়েছে, তাঁর মস্তিষ্কে রক্ত জমেছে। এই অবস্থায় আজীবন কাম্বলিকে বিনামূল্যে চিকিৎসা করাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট হাসপাতাল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ২২:৪৬
cricket

হাসপাতালের বিছানায় শুয়ে কাম্বলি। ছবি: পিটিআই।

শারীরিক অবস্থার অবনতির কারণে সোমবার তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বিনোদ কাম্বলিকে। রাতের দিকে জানা গিয়েছে, তাঁর মস্তিষ্কে রক্ত জমেছে। এই অবস্থায় আজীবন কাম্বলিকে বিনামূল্যে চিকিৎসা করাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট হাসপাতাল। কাম্বলিও চিকিৎসকদের ধন্যবাদ দিয়ে জানিয়েছেন, ওঁদের জন্যই বেঁচে আছেন।

Advertisement

কাম্বলিকে হাসপাতালে ভর্তি করানোর পরেও তাঁর শারীরিক অবস্থার সম্পর্কে তথ্য জানা যায়নি। বিভিন্ন পরীক্ষার পর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। মঙ্গলবার তাঁর আরও কিছু পরীক্ষা করানো হবে। তার পর সেই মতো চিকিৎসা শুরু হবে। হাসপাতালের মুখ্য কর্তা এস সিংহ জানিয়েছেন, আজীবন কাম্বলির চিকিৎসা বিনামূল্যে করবেন তাঁরা। তিনি নিজেও কাম্বলির একজন সমর্থক।

সোমবার বিকেলে কাম্বলির সঙ্গে হাসপাতালে দেখা করতে আসেন বেশ কিছু সমর্থক। তাঁদের দেখে কাম্বলি আবেগপ্রবণ হয়ে পড়েন। পরে বলেছেন, “চিকিৎসকদের জন্যই আমি বেঁচে আছি। আমি ভর্তি হওয়ার পর চিকিৎসাকর্মীরা প্রচুর চেষ্টা করেছে। যা পেয়েছি সব কিছুর জন্য কৃতজ্ঞ।” তবে সচিন তেন্ডুলকর-সহ কোনও প্রাক্তন সতীর্থের সঙ্গে তাঁর কথা হয়নি বলে জানিয়েছেন।

Advertisement
আরও পড়ুন