Calcutta University

কলকাতা বিশ্ববিদ্যালয়ে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ, জেনে নিন প্রয়োজনীয় যোগ্যতা

জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। প্রতি মাসে ২৫ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৪
কলকাতা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ। ছবি: সংগৃহীত।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্মী নেওয়া হবে। সেই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনে নিন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য।

জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি বিভাগের তরফ থেকে নিয়োগ করা হবে। বিশেষ প্রোজেক্টের জন্য জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হচ্ছে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বরে বায়োকেমেস্ট্রি/ মাইক্রোবায়োলজি/ বায়োফিজিক্সে এমএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি নেট/ গেট-এ উত্তীর্ণ হতে হবে। ২৮ বছরের মধ্যে বয়স হতে হবে আবেদনকারীর। প্রতি মাসে ২৫ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে।

Advertisement

ইচ্ছুক প্রার্থীদের ২টি সেট আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথির স্বপ্রত্যয়িত ফোটোকপি এবং অরিজিন্যাল সঙ্গে নিয়ে ১৪ মার্চ বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় যেতে হবে সকাল সাড়ে ১১টার মধ্যে।

এই বিষয়ে বিস্তারিত জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখুন: https://www.caluniv.ac.in/।

Advertisement
আরও পড়ুন