Bankura University Admission 2024

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে শুরু পিএইচডি রেজিস্ট্রেশন, কোন কোন বিভাগে কত আসন রয়েছে?

বিভাগগুলিতে রিসার্চ এলিজিবিলিটি টেস্ট (রেট) নামক লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে পড়ুয়াদের যোগ্যতা যাচাইয়ের পর পিএইচডির সুযোগ দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৪ ১৬:১৮
Bankura University

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামের জন্য নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। দু’দিন আগে সেই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য এই পিএইচডি প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের তরফে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পিএইচডির সুযোগ রয়েছে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের বাংলা, বোটানি, কেমিস্ট্রি, এডুকেশন, ইংরেজি, ভূগোল, ইতিহাস, আইন, গণিত, ফিজ়িক্স, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত এবং সমাজবিদ্যা বিভাগে পিএইচডির সুযোগ রয়েছে। আসনসংখ্যা—

  • বাংলা—৩৫
  • বোটানি—৬
  • কেমিস্ট্রি—২০
  • এডুকেশন—১
  • ইংরেজি—১৯
  • ভূগোল—৪
  • ইতিহাস—১৪
  • আইন—৬
  • গণিত—২৬
  • ফিজ়িক্স—৬
  • রাষ্ট্রবিজ্ঞান—৫
  • সংস্কৃত—৯
  • সমাজবিদ্যা—২

বিভাগগুলিতে ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতার বিষয়ে মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

বিভাগগুলিতে রিসার্চ এলিজিবিলিটি টেস্ট (রেট) নামক লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে পড়ুয়াদের যোগ্যতা যাচাইয়ের পর পিএইচডির সুযোগ দেওয়া হবে। যাঁরা ইউজিসি নেট/ ইউজিসি-সিএসআইআর নেট/ গেট/ সিড এবং জাতীয় স্তরের অন্যান্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ এবং বর্তমানে ফেলোশিপ/ স্কলারশিপ প্রাপক, তাঁদের যোগ্যতা যাচাই করা হবে শুধু মাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে।

পিএইচডির এনরোলমেন্ট এবং রেজিস্ট্রেশনের জন্য পড়ুয়াদের যথাক্রমে ৪০০০ এবং ৮০০০ টাকা জমা দিতে হবে। এ ছাড়া অন্যান্য খাতে খরচের পরিমাণ বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আবেদনমূল্য বাবদ সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের যথাক্রমে ৮০০ টাকা এবং ১০০০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১ ফেব্রুয়ারি। এই বিষয়ে বিস্তারিত জানতে পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন