WBSU Admission 2024

বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডির সুযোগ, কারা আবেদন করতে পারবেন?

আগামী ২২ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহীদের থেকে আবেদনপত্র জমা নেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ ১৭:৩৩
WBSU

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। সংগৃহীত ছবি।

বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি (ডব্লিউবিএসইউ)-তে তিনটি বিভাগে পিএইচডি প্রোগ্রামের জন্য নাম নথিভুক্তিকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। সেই মর্মে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। চলতি শিক্ষাবর্ষের জন্য এই প্রোগ্রামে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করা হয়েছে। এর জন্য আগ্রহীদের অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের যে বিভাগগুলিতে পিএইচডি-র সুযোগ পাবেন পড়ুয়ারা, সেগুলি হল— বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি এবং সোশিয়োলজি বা সমাজবিদ্যা। এর মধ্যে বায়োকেমিস্ট্রি বিভাগে ১২টি, মাইক্রোবায়োলজি বিভাগে পাঁচটি এবং সোশিয়োলজি বিভাগে মোট পাঁচটি আসনে পড়ুয়াদের ভর্তির সুযোগ রয়েছে। সরকারি নিয়ম মোতাবেক সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য কিছু আসন বরাদ্দ রাখা হবে।

এই প্রোগ্রামে আবেদনের জন্য পড়ুয়াদের সংশ্লিষ্ট বিষয়ে বা সম্পর্কিত বিষয়ে স্নাতকোত্তরের পাশাপাশি নেট (জেআরএফ), সেট/ স্লেট/ গেট উত্তীর্ণ বা ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপ প্রাপক হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠি রয়েছে।

প্রোগ্রামে আবেদন জানাতে আগ্রহীদের এর জন্য প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। এর পর সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের আবেদনমূল্য বাবদ যথাক্রমে ৫০০ টাকা এবং ১০০০ টাকা এবং পূরণ করা আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ে গিয়ে জমা দিতে হবে। আগামী ২২ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহীদের থেকে আবেদনপত্র জমা নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন