ডায়মন্ড হারবার উইমেনস ইউনিভার্সিটি। ছবি: সংগৃহীত।
ডায়মন্ড হারবার উইমেনস ইউনিভার্সিটিতে কর্মখালি। বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য কর্মী প্রয়োজন। ওই প্রকল্পে কাজের জন্য রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড ইনভেস্টিগেটর হিসাবে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে ভূগোল, জিয়োলজি বা এনভায়রনমেন্টাল সায়েন্স-এর মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে নিয়োগ করা হবে। সে ক্ষেত্রে তাঁদের রিমোট সেন্সিং এবং জিয়োগ্রাফিক ইনফরমেশন সিস্টেম সংক্রান্ত বিষয়ে কাজের দক্ষতা থাকা প্রয়োজন।
ফিল্ড ইনভেস্টিগেটর পদে ভূগোল, জিয়োলজি বা এনভায়রনমেন্টাল সায়েন্স-এর মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিকে কাজের জন্য বেছে নেওয়া হবে। এ ক্ষেত্রে ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
নিযুক্ত ব্যক্তিরা প্রতি মাসে ১৫ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। চুক্তির ভিত্তিতে তাঁদের মোট ছ’মাসের জন্য নিয়োগ করা হবে। অনলাইনে আবেদনের শেষ দিন ২৫ নভেম্বর। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ইমেল মারফত যোগাযোগ করে নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।