WB SET 2024 admit card

১৫ ডিসেম্বর স্টেট এলিজিবিলিটি টেস্ট, অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন কী ভাবে?

১৫ ডিসেম্বর স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) হতে চলেছে। তার আগেই ওই পরীক্ষার অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১২:৩৪
SET 2024.

ছবি: সংগৃহীত।

রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার প্রবেশিকা পরীক্ষা হবে ১৫ ডিসেম্বর। তার আগে অ্যাডমিট কার্ড সংগ্রহের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের তরফে। পরীক্ষার্থীরা কী ভাবে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নিতে পারবেন, তা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Advertisement

কী ভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?

• ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

• সংশ্লিষ্ট ওয়েবসাইটের নির্দিষ্ট বিভাগে গিয়ে আবেদনপত্রের (অ্যাপ্লিকেশন) নম্বরের সাহায্যে প্রবেশ করতে হবে।

• লগ ইন করার পর অ্যাডমিট কার্ড দেখে ডাউনলোড করার অপশনটি বেছে নিতে পারবেন।

অ্যাডমিট কার্ডের ত্রুটি সংশোধন:

• অ্যাডমিট কার্ডের ভুল সংশোধনের জন্য সরাসরি ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন।

• কমিশনের তরফে অ্যাটেন্ডেন্স শিট এবং বৈধ পরিচয়পত্র মিলিয়ে দেখার পর ত্রুটি সংশোধন করা হবে।

• এই সংক্রান্ত সংশোধনের সুযোগ ২৭ ডিসেম্বর দুপুর ৩টে পর্যন্ত থাকছে।

• পরীক্ষার্থীদের স্বপ্রত্যয়িত অ্যাডমিট কার্ডের ফটোকপি-সহ পাসপোর্ট সাইজের ছবি কমিশনের কাছে জমা দিতে হবে।

• অফিসার-ইন চার্জ সমস্ত নথি খতিয়ে দেখার পর অ্যাডমিট কার্ডের ত্রুটি সংশোধনের অনুমতি দেবেন।

পরীক্ষা সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য:

বাংলা, ইংরেজি, লাইব্রেরি সায়েন্স, ভৌতবিজ্ঞান-সহ মোট ৩৩টি বিষয়ে দু’টি সেশনে দু’টি পেপারে পরীক্ষা চলবে। প্রথম সেশনের পরীক্ষা এক ঘণ্টা এবং দ্বিতীয় সেশনের পরীক্ষা দু'ঘণ্টার মধ্যে সম্পন্ন হবে। প্রথম পেপারে ১০০ এবং দ্বিতীয় পেপারে ২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।

এই পরীক্ষায় উত্তীর্ণদের ৪০ শতাংশের বেশি নম্বর থাকতে হবে। তবেই তাঁরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের প্রবেশিকা দেওয়ার যোগ্যতা অর্জন করবেন। রাজ্যের ৩৩টি জেলায় এই পরীক্ষা নেওয়া হবে ১৫ ডিসেম্বর।

Advertisement
আরও পড়ুন