প্রতীকী চিত্র।
স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা পিএইচডি করতে চান? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং ডিপার্টমেন্ট অফ অ্যাটোমিক এনার্জি (ডিএই) অধীনস্থ কনসরটিয়াম অফ সায়েন্টিফিক রিসার্চ দিচ্ছে এই সুযোগ। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট ১৬টি শূন্য আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।
কলকাতা, মুম্বই, কল্পাক্কম এবং ইনদওরে ক্লাস করার সুযোগ থাকছে। প্রতিষ্ঠানের তরফে যে সমস্ত বিষয়ে গবেষণা করতে পারবেন, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকাতে মাইক্রোস্কপি, থিয়োরিটিক্যাল কনডেন্সড ম্যাটার ফিজ়িক্স, কেমিক্যাল সায়েন্সেস, ফিজ়িক্স অফ কোয়ান্টাম ম্যাগনেটস, টোপোলজিক্যাল মেটিরিয়ালস, ন্যানোস্ট্রাকচারড মেটিরিয়ালস, এনার্জি মেটিরিয়াল এবং এই সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উল্লেখ করা হয়েছে।
তাই যাঁরা ভর্তি হওয়ার জন্য আবেদন করবেন, তাঁদের পদার্থবিদ্যা, রসায়ন, বায়োকেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে। পাশাপাশি ন্যাশানাল এলিজিবিলিটি টেস্ট (নেট) এবং গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া আবশ্যক। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
অনলাইনে নাম নথিভুক্তকরণ এবং আবেদনের পোর্টাল ৬ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে। এ ক্ষেত্রে বৈধ ফোন নম্বর এবং ইমেল আইডি ব্যবহার করা আবশ্যক। কারণ এই দুই যোগাযোগ মাধ্যমেই বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ সম্পর্কিত তথ্য দেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।