Tehatta

বাড়ির সামনে থেকে বধূকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলে ধর্ষণের চেষ্টা! দু’জনের খোঁজে নদিয়ার পুলিশ

তেহট্টের ওই বধূ পুলিশকে জানিয়েছেন, তাঁকে বেশ কয়েকবার খারাপ প্রস্তাব এবং হুমকি দিয়েছিলেন দুই প্রতিবেশী। দু’জনে পূর্বপরিচিত বলে প্রথম দিকে এ নিয়ে কাউকে কিছু বলেননি।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৩:৪৮

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

প্রতিবেশী মহিলাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্ট থানার খড়িয়াপাড়া এলাকায়। মঙ্গলবার ওই দু’জনের নামে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন বধূ। যদিও দু’জনেই পলাতক। তাঁদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement

তেহট্টের ওই বধূ পুলিশকে জানিয়েছেন, তাঁকে বেশ কয়েকবার খারাপ প্রস্তাব এবং হুমকি দিয়েছিলেন দুই প্রতিবেশী। দু’জনে পূর্বপরিচিত বলে প্রথম দিকে এ নিয়ে কাউকে কিছু বলেননি। কিন্তু তার পরেও তাঁকে নানা ভাবে দু’জন উত্ত্যক্ত করতেন। শেষমেশ তাঁকে অপহরণের ছক কষা হয়েছিল বলে অভিযোগ।

ওই বধূ বলেন, ‘‘ওই দু’জন আমাকে খারাপ প্রস্তাব দিত। অনেক দিন ধরে সহ্য করছিলাম। ভেবেছিলাম শুধরে যাবে। কিন্তু সোমবার রাতে বাড়ি থেকে বেরোনোর সময় দেখি, একটা চার চাকার গাড়ি এসে দাঁড়াল। দরজা খুলে ওই দু’জনে বেরিয়ে আসে। আমি ভয় পেয়ে তৎক্ষণাৎ বাড়ি চলে যাওয়ার চেষ্টা করি। কিন্তু আমায় টেনেহিঁচড়ে গাড়িতে তোলে দু’জন। গাড়ির ভিতরে আমাকে ধর্ষণ করার চেষ্টা করে ওরা। তবে আমার চিৎকার-চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে এসেছিলেন। তখন আমায় গাড়ি থেকে নামিয়ে দিয়ে পালিয়ে যায় ওরা।’’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রতিবেশীদের নানা অভিযোগ রয়েছে। মহিলার অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করেছে। তেহট্ট মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের গ্রেফতারির চেষ্টা চালানো হচ্ছে।’’

Advertisement
আরও পড়ুন