সলমনের পুরনো মন্তব্য ঘিরে বিতর্ক। ছবি: সংগৃহীত।
২০০৮ সালের ২৬ নভেম্বর। ভারতের ইতিহাসে কালো দিন হিসাবে খোদাই করা রয়েছে। মুম্বইয়ের সেই ঘটনা এখনও গোটা দেশবাসীর কাছে ত্রাস। তবে এই ঘটনা নিয়ে সলমন খানের এক মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল।
২০১০ সালে পাকিস্তানের এক টিভি চ্যানেল কে দেওয়া সাক্ষাৎকারে সলমন সেই মন্তব্য করেছিলেন। সে বার পাকিস্তানকে প্রায় ছাড়পত্রই দিয়ে দিয়েছিলেন সলমন। ভাইজান দাবি করেছিলেন, ২৬/১১-র ঘটনায় পাকিস্তান সরকারের ভূমিকাই নেই। সেই সাক্ষাৎকারের ভিডিয়ো ফের সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে নতুন করে।
সলমন বলেছিলেন, “২৬/১১-র ঘটনা নিয়ে খুব বেশি হইচই তৈরি হয়েছে, কারণ সমাজের উঁচু স্তরের মানুষদের উপর হামলা করা হয়েছিল। কিন্তু দেখুন, লোকাল ট্রেন বা ছোট শহরেও কত হামলার ঘটনা ঘটে। কিন্তু কেউ সেগুলো নিয়ে কোনও মন্তব্য করে না।”
সলমন যোগ করেছিলেন, “সবাই জানে, পাকিস্তানের সরকার এই ঘটনার পিছনে ছিল না। এটা একটা জঙ্গি হামলা ছিল। তবে সবচেয়ে বড় বিষয় হল, আমাদের নিরাপত্তা ব্যবস্থা ব্যর্থ হয়েছে। এর আগেও আমাদের দেশে বহু হামলার ঘটনা ঘটেছে। সব কিন্তু পাকিস্তান থেকে হয়নি। দেশের মধ্যে থেকেই হামলা করা হয়েছে। এই ঘটনায় যে হেতু তাজ, ওবেরয় হোটেলের উপর হামলা হয় তাই সবাই রুখে দাঁড়িয়েছিল। আমাদের দেশে বাসে-ট্রেনেও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।”
১৬ বছর কেটে গিয়েছে। কিন্তু সলমনের এই মন্তব্যে ফের ভাইরাল হওয়ায় আবারও অসন্তুষ্ট নেটাগরিক। তাঁদের প্রশ্ন, এই ভয়াবহ ঘটনা নিয়ে কী ভাবে ভাইজান এমন অসংবেদনশীল মন্তব্য করতে পারেন!