NITTTR Recruitment 2024

কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের কলকাতা শাখায় অ্যাসোসিয়েট প্রফেসর পদে কর্মখালি, আবেদনের শর্তাবলি কী?

সরাসরি অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে অনূর্ধ্ব ৪৫ বছর বয়সিদের নিয়োগ করা হবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ১,৩১,৪০০-২,০৪,৭০০ টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১৬:৩১
Associate Professor Recruitment.

প্রতীকী চিত্র।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ, কলকাতায় অ্যাসোসিয়েট প্রফেসর প্রয়োজন। ওই পদে তিন জনকে নিয়োগ করা হবে। ওই কাজের জন্য অনূর্ধ্ব ৪৫ বছর বয়সি প্রার্থীদের কাছে আবেদন চাওয়া হয়েছে।

Advertisement

সংশ্লিষ্ট পদে নিযুক্তদের দু’টি বিভাগে কাজ করতে হবে— মেকানিক্যাল এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ওই কাজের জন্য উল্লিখিত বিষয়ে পিএইচডি ডিগ্রি প্রাপ্ত হয়েছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে আট বছরের অধ্যাপনা এবং কৃত্রিম মেধা, ভার্চুয়াল রিয়্যালিটি নিয়ে অধ্যাপনা বা গবেষণার অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

নিযুক্তদের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ১,৩১,৪০০-২,০৪,৭০০ টাকা বরাদ্দ করা হয়েছে। আবেদনের জন্য ১,০০০ টাকা এনইএফটি/ আরটিজিএস-এর মাধ্যমে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও আবেদনের প্রক্রিয়া অনলাইনেই সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে প্রবেশ করে আবেদন জানাতে হবে। এই ফর্মটি পূরণ করে ২৬ ডিসেম্বরের আগে জমা দিতে হবে। তবে অফলাইনেও ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন পাঠাতে পারবেন। আগ্রহীরা এই বিষয়ে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আরও পড়ুন
Advertisement