চিত্রকলা ও ভাস্কর্য ২

সূর্যোদয়ে আকাশের রক্তিমতা

মৃণাল ঘোষসম্প্রতি বিড়লা অ্যাকাডেমিতে ‘লেনসোম্যানিয়া’ শিরোনামে একসঙ্গে আলোকচিত্র প্রদর্শনী করলেন ডা. কৌশিক ঘোষ ও দিবাকর গোস্বামী। কৌশিক পেশায় অর্থোপেডিক সার্জন। দিবাকরও অন্য ব্যবসায়িক প্রকল্পে যুক্ত।

Advertisement
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৫ ০১:০০

সম্প্রতি বিড়লা অ্যাকাডেমিতে ‘লেনসোম্যানিয়া’ শিরোনামে একসঙ্গে আলোকচিত্র প্রদর্শনী করলেন ডা. কৌশিক ঘোষ ও দিবাকর গোস্বামী। কৌশিক পেশায় অর্থোপেডিক সার্জন। দিবাকরও অন্য ব্যবসায়িক প্রকল্পে যুক্ত। আলোকচিত্র তাঁদের ভালবাসার জায়গা। কৌশিকের ছবিতে এসেছে প্রতিচ্ছায়াবাদী মন্ময় রূপান্তর। তাঁর পর্বত, সমুদ্র, বনানী বা ফুলের ছবিতে এই বৈশিষ্ট্য লক্ষণীয়। দিবাকর অনেক ক্ষেত্রেই স্বাভাবিকতাকে কল্পরূপের দিকে নিয়ে গেছেন। এ দিক থেকে কয়েকটি ছবি উল্লেখযোগ্য। যেমন মা কালীর বেশে মেয়েটি, সূর্যোদয়ে আকাশের রক্তিমতা ইত্যাদি। দুজনের ছবিই নান্দনিক ভাবে যথেষ্ট মনোগ্রাহী।

Advertisement

প্রদর্শনী

চলছে

বিড়লা অ্যাকাডেমি: • বার্ষিক প্রদর্শনী কাল শেষ।

তাজ বেঙ্গল: • উজ্জ্বল দেবনাথ কাল শেষ।

অ্যাকাডেমি: • মধুবন্তী চট্টোপাধ্যায় ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

• ইন্দিরা হালদার ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

কেমোল্ড: • ‘কালার উত্‌সব’ ৩ পর্যন্ত।

গ্যালারি ইমেজেস: • ‘বেঙ্গল স্পেকট্রাম’-এর প্রদর্শনী ৩ পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement