পুস্তক পরিচয় ৪

শিল্প ঐতিহ্যের পুনরুদ্ধার

রায়লসীমা বা রাজভূমি। আজকের অন্ধ্র প্রদেশের কুর্নুল, অনন্তপুর, কুড্ডাপ্পা ও চিত্তুর জেলা জুড়ে রায়লসীমার বিস্তৃতি। দু’হাজার বছর আগেও গুরুত্ব ছিল এই অঞ্চলের, কিন্তু বিশেষ করে ১৪শ-১৭শ পর্বে এর রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব হয়ে ওঠে অপরিসীম।

Advertisement
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৫ ০০:০১

রায়লসীমা বা রাজভূমি। আজকের অন্ধ্র প্রদেশের কুর্নুল, অনন্তপুর, কুড্ডাপ্পা ও চিত্তুর জেলা জুড়ে রায়লসীমার বিস্তৃতি। দু’হাজার বছর আগেও গুরুত্ব ছিল এই অঞ্চলের, কিন্তু বিশেষ করে ১৪শ-১৭শ পর্বে এর রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব হয়ে ওঠে অপরিসীম। বিজয়নগর সাম্রাজ্যের পৃষ্ঠপোষণায় প্রাচীন তীর্থস্থান শ্রীশৈলম, অহোবলম, তিরুমালা, তিরুপতি ও শ্রীকালহস্তী বিস্তার লাভ করে, তদপত্রী, সোমপালেম আর লেপাক্ষিতে তৈরি হয় নতুন নতুন মন্দির, অসামান্য ভাস্কর্য ও চিত্রশোভিত। গণ্ডীকোটা, পেনুকোণ্ডা ও চন্দ্রগিরিতে গড়ে ওঠে দুর্গ ও প্রাসাদ। সাম্প্রতিক কালেও তিরুপতি ও শ্রীকালহস্তীর শিল্পধারা বিশিষ্টতা অর্জন করেছে। কিন্তু এই সব অঞ্চল নিয়ে আলোচনা হয়েছে সামান্যই। এ বার মার্গ ফাউন্ডেশন প্রকাশ করেছে রায়লসীমা দ্য রয়্যাল রিয়ালম/ আর্কিটেকচার অ্যান্ড আর্ট অব সাদার্ন অন্ধ্র প্রদেশ (২৮০০.০০)। আন্না এল ডালাপিকোলা, জর্জ মিশেল ও অনিলা ভার্গিজ-এর লেখার সঙ্গে ছবি তুলেছেন সুরেন্দ্র কুমার।

ইলোরার কৈলাস মন্দির পাহাড় কেটে তৈরি এক আশ্চর্য স্থাপত্য। তেরোশো বছর আগে যে স্থপতি এর পরিকল্পনা করেছিলেন তাঁর ভাবনাচিন্তার খুঁটিনাটি আমাদের কাছে পৌঁছয়নি, শুধু রয়ে গেছে চূড়ান্ত কীর্তিটি। বহু পণ্ডিত এই স্থাপত্য নিয়ে গবেষণা করেছেন। দেবভূমি কৈলাসের এ এক ক্ষুদ্র প্রতিরূপ, এর প্রতিটি ভাস্কর্য পৌরাণিক তাৎপর্যে ভাস্বর। মার্কিন স্থপতি রজার ফোগলার দেখিয়েছেন, কৈলাসের স্থাপত্য ও তার পরিপার্শ্ব, যে পাহাড় থেকে তা বানানো হয়েছে, এ সবও একই রকম তাৎপর্যপূর্ণ। কিন্তু কৈলাসের এই ‘স্পেস’ এবং ‘মেটাফর’ নিয়ে বিশেষ ভাবনাচিন্তা হয়নি, তাই তৈরি হয়েছে নানা ভুল ধারণা। শুধু পাথর নয়, তার অন্তর্নিহিত অর্থ অনুসন্ধানে নতুন ভাবে কৈলাস পরিক্রমা করেছেন ফোগলার তাঁর বইয়ে (দ্য কৈলাস অ্যাট ইলোরা/ আ নিউ ভিউ অব আ মিসআন্ডারস্টুড মাস্টারওয়র্ক। ইনটাক আওরঙ্গাবাদ ও মাপিন পাবলিশিং, ২২৫০.০০)।

Advertisement

অনিবার্য কারণে আজ ‘চিত্রকলা ও ভাস্কর্য’ প্রকাশিত হল না

আরও পড়ুন
Advertisement