একদা সুন্দরবনের অংশ, বড়িশা ক্লাবের এ বারের থিমে ব-দ্বীপের ঝলক
বড়িশা ক্লাবে সুন্দরবনের শিল্পীদের ‘লাইভ পারফরমেন্স’ দেখতে পাওয়া যাবে।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ১৯:৫৪
Advertisement
বেহালা এলাকার পুরনো স্মৃতি উসকে দিচ্ছে বড়িশা ক্লাবের এ বারের থিম। ঘন জঙ্গলে বাঘের আনাগোনা, বনদেবীর পুজো, এই সবই থিম বড়িশা ক্লাবের এ বারের পুজোর। এই পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।