চিত্রকলা ও ভাস্কর্য ২

রাধাকৃষ্ণের পুরাণকল্প

দীপঙ্কর গঙ্গোপাধ্যায়ের প্রদর্শনী অনুষ্ঠিত হল আইসিসিআর-এ। ভারতীয় ঐতিহ্যগত বিষয় ও আঙ্গিককে শিল্পী আধুনিকতায় উদ্ভাসিত করতে চেষ্টা করেছেন।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৫ ০০:০১

দীপঙ্কর গঙ্গোপাধ্যায়ের প্রদর্শনী অনুষ্ঠিত হল আইসিসিআর-এ। ভারতীয় ঐতিহ্যগত বিষয় ও আঙ্গিককে শিল্পী আধুনিকতায় উদ্ভাসিত করতে চেষ্টা করেছেন। রাধাকৃষ্ণের পুরাণকল্পকে সমকালীন লৌকিক জীবনের সঙ্গে মেলাতে চেয়েছেন। তাঁর ছবির সমস্যা হচ্ছে—অমিত-ভাষণ, বর্ণ পরিকল্পনায় অপ্রয়োজনীয় প্রগলভতা এবং রচনাবন্ধে মুক্ত পরিসরের অভাব। রেখারূপের দুর্বলতাও ছবিগুলিকে ভারাক্রান্ত করেছে।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: • পরেশ মাইতি ১৬ জানুয়ারি পর্যন্ত।

গ্যাঞ্জেস গ্যালারি: • শাহাবুদ্দিন আহমেদ ১৬ জানুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement