Durga Puja 2025

আগামী বছরের পুজো ছুটি নষ্টে শুরু, ছুটি নষ্টেই শেষ, বোধনের দিনেই জেনে নিন আগামী শারদীয়ার নির্ঘণ্ট

এক পুজো শেষ মানেই পরের পুজোর অপেক্ষা। যতই বলা হোক বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আসল পরব কিন্তু একটাই, দুর্গাপুজো।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ১৫:৩৭
When is Durga Puja in 2025

রইল ছুটির তালিকা। ছবি: সংগৃহীত।

পুজো আসছে আসছে ভাল লাগে। কারণ, উৎসবের দিনগুলো হু হু করে কেটে যায়। এমনটা মনে করে উৎসবমুখর বাঙালি। আর এক পুজো শেষ মানেই পরের পুজোর অপেক্ষা। যতই বলা হোক বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আসল পরব কিন্তু একটাই, দুর্গাপুজো।

Advertisement
When is Durga Puja in 2025

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

বাঙালি যেমন পুজোপ্রেমী, তেমনই ছুটির প্রতিও ভালবাসাও অপরিসীম। কোনও পরব শনি, রবিবারে পড়ে গেলে কষ্ট হয়। হিসাবের ছুটি মার যাক কে-ই বা চান! এ বার যেমন মহালয়া ছিল ২ অক্টোবর। গান্ধীজয়ন্তীর ছুটিটা নষ্ট হয়েছে। আবার পুজো শেষ হচ্ছে শনি এবং রবিবার দিয়ে।

সপ্তাহব্যাপী উৎসব হলে একটা করে শনি ও রবিবার তো থাকবেই। পঞ্জিকা নির্মাতারা হাজার চেষ্টা করেও কিছু করতে পারবেন না। সেই ভাবে আগামী বছরেও একই ছবি। মহালয়া মানে পিতৃপক্ষের শেষ দিনটা ২১ সেপ্টেম্বর। সেটা রবিবার। আবার পুজোর প্রথম দিন ষষ্ঠী মানে মা দুর্গার বোধন হবে ২৮ সেপ্টেম্বর। তা-ও রবিবার। এ বার কর গুনে দেখে নিন ২ অক্টোবর দশমী। মানে গান্ধীজয়ন্তীর ছুটিটা পরের বছরও মিলবে না।

সে সবের অবশ্য এখনও একটা বছরের অপেক্ষা। লক্ষ্মীপুজো নিয়ে তবে ছুটি নষ্টের চিন্তা নেই। ২০২৫ সালের ৬ অক্টোবর সোমবার হবে লক্ষ্মীপুজো।

আরও পড়ুন
Advertisement