পুস্তক পরিচয় ৩

বেস্টসেলার

বিক্রির নিরিখে এ সপ্তাহে বই-বাজারে বাংলা ফিকশন এবং নন-ফিকশনের সেরা বইয়ের তালিকা।

Advertisement
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৬ ০০:০১

গল্প-উপন্যাস

১. প্রাণসখা বিবেকানন্দ (১ম-৩য়), রঞ্জন বন্দ্যোপাধ্যায়। পত্রভারতী (১)

Advertisement

২. চাপরাশ, বুদ্ধদেব গুহ। আনন্দ (-)

৩. আটটা-ন’টার সূর্য, অশোককুমার মুখোপাধ্যায়। দে’জ (-)

৪. কাদম্বরীদেবীর সুইসাইড নোট, রঞ্জন বন্দ্যোপাধ্যায়। পত্রভারতী (৫)

৫. গল্প সমগ্র, মিলান কুন্দেরা, সম্পাদনা: উৎপল ভট্টাচার্য। কবিতীর্থ (৪)

৬. পয়মন্ত ও অন্যান্য গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। কৃতি (৭)

৭. বেগম সমগ্র (১ম-৩য়), পৃথ্বীরাজ সেন। গ্রন্থমিত্র (৬)

৮. সমাগত মধুমাস, অভিজিৎ চৌধুরী। পারুল (-)

৯. সাগর হইতে সাবধান, প্রচেত গুপ্ত। অভিযান (-)

১০. বনফুলের ছোটগল্প সমগ্র, বনফুল। বাণীশিল্প (-)

অন্যান্য

১. ব্যোমকেশ সমগ্র, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আনন্দ (-)

২. চরণ ছুঁয়ে যাই, শংকর। দে’জ (২)

৩. সত্যবতী ট্রিলজি, আশাপূর্ণা দেবী। মিত্র ও ঘোষ (-)

৪. নেপথ্য দর্শন, শ্রীনিরপেক্ষ। পারুল (-)

৫. অসীম মানসলোকে একাকী এক কবি, ডাঃ হিরণ্ময় সাহা। শ্রীভারতী প্রেস (৫)

৬. সুভাষচন্দ্র বসু/ কংগ্রেস রাষ্ট্রপতি থেকে নেতাজী, শ্যামাপ্রসাদ বসু। এন ই (-)

৭. নানা চর্চা, নৃসিংহপ্রসাদ ভাদুড়ী। অভিযান (১০)

৮. শার্লক হোমস সমগ্র, সুভদ্রা মিত্র অনূদিত। প্রগ্রেসিভ (-)

৯. ডেঞ্জারাস মেয়ে, স্বাতী ভট্টাচার্য। কারিগর (৯)

১০. স্বামী বিবেকানন্দের বিশ্ব পরিক্রমা, হিমাংশু চট্টোপাধ্যায়। দীপ (-)

আরও পড়ুন
Advertisement