ছন্দের প্রকাশে ব্যতিক্রমী

পানিহাটি আর্টিস্ট ফোরাম-প্রদর্শনীতে দিলীপ দেবনাথের ‘পাণ্ডবানী’ ভাস্কর্যটি সুঠাম নির্মাণের দৃষ্টান্ত। তপনকুমার দাসের প্লাস্টার ও জয়তী মুখোপাধ্যায়ের অবয়বের বিমূর্তায়নে ছন্দের প্রকাশ ঘটেছে।

Advertisement
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৬ ০০:০২

পানিহাটি আর্টিস্ট ফোরাম-প্রদর্শনীতে দিলীপ দেবনাথের ‘পাণ্ডবানী’ ভাস্কর্যটি সুঠাম নির্মাণের দৃষ্টান্ত। তপনকুমার দাসের প্লাস্টার ও জয়তী মুখোপাধ্যায়ের অবয়বের বিমূর্তায়নে ছন্দের প্রকাশ ঘটেছে। তপতী পালের ‘মাই হোম’ স্থিরবস্তুচিত্র। দিব্যেন্দু সেনগুপ্তের রচনা দুটি সুষ্ঠু অলঙ্করণের দৃষ্টান্ত। ইন্দ্রজিৎ সিংহের নদীর উপস্থাপনাটি ব্যতিক্রমী। নজর কাড়ে প্রশান্ত বিশ্বাসের ড্রয়িং-ভিত্তিক রচনা। মৃ ঘো।

প্রদর্শনী চলছে

Advertisement

সিমা: পরেশ মাইতি ১৬ জানুয়ারি পর্যন্ত।

গ্যাঞ্জেস গ্যালারি: শাহাবুদ্দিন আহমেদ ১৬ জানুয়ারি পর্যন্ত।

ক্যালকাটা রোয়িং ক্লাব: ধীরাজ-৮০ ৩ পর্যন্ত।

আইসিসিআর: ট্রিবিউট টু গোবর্ধন আশ ৬ পর্যন্ত।

রেঞ্জ গ্যালারি: সফট্ সিটি ৩০ পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement