চিত্রকলা ও ভাস্কর্য ২

এ শুধু সার্কাস নয়, অন্য জীবন

রমাপ্রসাদ ঘটক ৪০ বছরের চিত্রচর্চার মধ্য দিয়ে ছবিতে নিজস্ব এক শৈলী তৈরি করেছেন। বাংলার লৌকিক ঐতিহ্য ও শিশুর সারল্যদীপ্ত প্রকাশভঙ্গি হয়ে উঠেছিল তাঁর আঙ্গিক নির্মাণের প্রকৃষ্ট প্রস্থানবিন্দু।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৫ ০১:০০

রমাপ্রসাদ ঘটক ৪০ বছরের চিত্রচর্চার মধ্য দিয়ে ছবিতে নিজস্ব এক শৈলী তৈরি করেছেন। বাংলার লৌকিক ঐতিহ্য ও শিশুর সারল্যদীপ্ত প্রকাশভঙ্গি হয়ে উঠেছিল তাঁর আঙ্গিক নির্মাণের প্রকৃষ্ট প্রস্থানবিন্দু। অ্যাকাডেমিতে সম্প্রতি অনুষ্ঠিত তার একক প্রদর্শনীতে জলরং-ভিত্তিক মিশ্রমাধ্যমের ছবিগুলিতে কৌতুক রসের সঙ্গে করুণ রস মিশিয়ে তিনি বাস্তবতার নানা দিককে উন্মীলিত করেছেন। ছবির গঠনে লৌকিক সারল্যের পাশাপাশি আধুনিকতাবাদী আঙ্গিকের বিশ্লেষণাত্মক জ্যামিতিও এসেছে কোথাও। ‘পিলগ্রিমেজ’ ছবিটি এর দৃষ্টান্ত। এই জ্যামিতির সঙ্গে সার্কাসের কৌতুকদীপ্তিকে মিলিয়েছেন ‘প্যারাডাইস রিভিজিটেড’ ছবিতে।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: রবীন্দ্রনাথ, রামকিঙ্কর, যামিনী রায় প্রমুখ ১২ জানুয়ারি পর্যন্ত।

চেম্বার অব ফাইন আর্টস: গোপীনাথ সাহা কাল শেষ।

অ্যাকাডেমি: অল ইন্ডিয়া ফাইন আর্টস-এর প্রদর্শনী কাল শেষ।

গ্যালারি ইমেজ অ্যান্ড বিন: রিনা রায় ১৫ পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement