চিত্রকলা ও ভাস্কর্য ২

আধুনিকতাবাদী আঙ্গিকের সারাত্‌সার

গ্যালারি কলকাতায় সম্প্রতি অনুষ্ঠিত হল তাপস ঘোষালের একাদশতম একক প্রদর্শনী। শিরোনাম ‘অন্তঃকরণ’। এই শিল্পী তাঁর ছবিতে মূলত নিসর্গকে ভিত্তি করেই প্রকৃতির গভীর স্পন্দনকে উন্মীলিত করতে চেয়েছেন। বেনারসের ধর্মীয় ও আধ্যাত্মিক পরিমণ্ডল এক সময় তাঁকে অনুপ্রাণিত করেছিল নিসর্গের গহনে প্রবেশ করতে।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৫ ০০:০১

গ্যালারি কলকাতায় সম্প্রতি অনুষ্ঠিত হল তাপস ঘোষালের একাদশতম একক প্রদর্শনী। শিরোনাম ‘অন্তঃকরণ’। এই শিল্পী তাঁর ছবিতে মূলত নিসর্গকে ভিত্তি করেই প্রকৃতির গভীর স্পন্দনকে উন্মীলিত করতে চেয়েছেন। বেনারসের ধর্মীয় ও আধ্যাত্মিক পরিমণ্ডল এক সময় তাঁকে অনুপ্রাণিত করেছিল নিসর্গের গহনে প্রবেশ করতে। প্রকৃতির স্বাভাবিক রূপকে ভেঙে তিনি গাঠনিকতায় বিশ্লেষণ করেছেন। তা থেকেই গড়ে উঠেছে নিরবয়বের এক বিশেষ ধরন যার ভিতর ঐতিহ্যগত রূপরীতির সঙ্গে সমন্বিত হয়েছে আধুনিকতাবাদী আঙ্গিকের সারাত্‌সারও। এই প্রদর্শনীতে ছিল তাঁর করা অজস্র ছোট ছোট বিশ্লিষ্ট মুখাবয়ব ও নিসর্গের ছবিও।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: রবীন্দ্রনাথ, রামকিঙ্কর, যামিনী রায় প্রমুখ ১২ জানুয়ারি পর্যন্ত।

গ্যালারি কলকাতা: ‘ওয়ার অর পিস’ আজ শেষ।

বেঙ্গল আর্ট গ্যালারি: সন্দীপন মুখোপাধ্যায় ৫ জানুয়ারি পর্যন্ত।

চিত্রকূট: বাবলি কেশরী ও সুদীপ দাস ৭ জানুয়ারি পর্যন্ত।

গ্যালারি গোল্ড: সুজাতা চক্রবর্তী ৮ জানুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement