Rahul Gandhi

ক্ষতি সাধারণ লগ্নিকারীদের, তোপ রাহুলের

মঙ্গলবার এক্স হ্যান্ডলে ৮ মিনিটের একটি ভিডিয়ো পোস্ট করেছেন কংগ্রেস নেতা। সেখানে তিনি এবং দলের নেতা পবন খেরা মূলধনী বাজারের অভিজ্ঞ সাংবাদিক সুচেতা দালালকে কিছু প্রশ্ন করেছেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১০:১৭
রাহুল গান্ধী।

রাহুল গান্ধী। —ফাইল চিত্রী।

সরকারের বন্ধু পুঁজিপতিদের বাঁচাতে ‘সাজানো ম্যাচ’ চলছে এবং তার জেরে সাধারণ লগ্নিকারীরা সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বেন বলে অভিযোগ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার এক্স হ্যান্ডলে ৮ মিনিটের একটি ভিডিয়ো পোস্ট করেছেন কংগ্রেস নেতা। সেখানে তিনি এবং দলের নেতা পবন খেরা মূলধনী বাজারের অভিজ্ঞ সাংবাদিক সুচেতা দালালকে কিছু প্রশ্ন করেছেন। কার ‘প্রশ্রয়ে’ শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবির চেয়ারপার্সন মাধবী পুরী বুচ সংসদীয় কমিটির বৈঠকে গরহাজির থাকলেন, শিল্পপতি গৌতম আদানি এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, লগ্নিকারীদের উপরে তার প্রভাবের মতো বিষয়গুলি উঠে এসেছে।

Advertisement

হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশের পর থেকে আদানি গোষ্ঠীকে জড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে আক্রমণ শানিয়ে চলেছে কংগ্রেস। শেয়ার বাজারে বেআইনি আর্থিক লেনদেন তো বটেই, মহারাষ্ট্রে সরকার ফেলার ব্যাপারেও আদানির সম্ভাব্য ‘ভূমিকা’ নিয়ে প্রশ্ন তুলেছে তারা। বিরোধী দলের অভিযোগ, সেবি প্রধান ক্রমাগত আড়াল করেছে চলেছেন প্রধানমন্ত্রীর ‘ঘনিষ্ঠ’ শিল্পপতিকে। কিন্তু কেন? এ দিন ‘বুচ স্টপস হিয়ার’ শীর্ষক ভিডিয়োয় এমনই সমস্ত প্রশ্ন তুলেছে কংগ্রেস। এটি এই পর্যায়ের পঞ্চম ভিডিয়ো।

রাহুলের বক্তব্য, ‘‘মাধবী পুরী বুচের নেতৃত্বে সেবি ব্যর্থ। নিয়ন্ত্রকের দায়িত্ব সাধারণ লগ্নিকারীদের সুরক্ষা দেওয়া। পরিবর্তে তারা এখন আদানির মতো বড় শিল্পপতিকে সুরক্ষা দিয়ে চলেছে। তা শুধু আর্থিক অব্যবস্থায় সীমাবদ্ধ নেই। সাধারণ লগ্নিকারী, উদ্যোগপতি এবং সৎ ব্যবসায়ীরা ব্যবস্থার উপরে বিশ্বাস হারাচ্ছেন। এই এখনই সমস্যা চিহ্নিত করা না হলে অপরিসীম ক্ষতি হবে।’’

আরও পড়ুন
Advertisement