Gold Price High

বেড়েছে সোনার চাহিদা, লগ্নি

ডব্লিউজিসি জানিয়েছে, এপ্রিল-সেপ্টেম্বরে ভারতে সোনার চাহিদা বেড়েছে ১৮%। আগের বছরের ২১০.২ টন থেকে হয়েছে ২৪৮.৩ টন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ০৯:০৫
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

সোনার দাম আকাশ ছুঁলেও চাহিদায় ভাটা পড়েনি। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) রিপোর্ট বলছে, গত এপ্রিল-সেপ্টেম্বরে তাতে নজিরবিহীন লগ্নির পাশাপাশি মাথা তুলেছে গয়নার বিক্রিও। তবে দাম ক্রমাগত চড়ায় গোটা বছরের চাহিদা আগের বারের থেকে কিছুটা কম হতে পারে। বৃহস্পতিবারও কলকাতায় ১০ গ্রাম খুচরো পাকা সোনা (২৪ ক্যারাট) ছিল ৮০,০০০ টাকার উপরে।

Advertisement

ডব্লিউজিসি জানিয়েছে, এপ্রিল-সেপ্টেম্বরে ভারতে সোনার চাহিদা বেড়েছে ১৮%। আগের বছরের ২১০.২ টন থেকে হয়েছে ২৪৮.৩ টন। লগ্নির জন্য বিক্রি নজির গড়ে বেড়েছে ৪১%। পৌঁছেছে ৭৬.৭ টনে। সোনার কয়েন এবং বারের চাহিদা ছিল ১২ বছরে সর্বোচ্চ। জুলাইয়ের বাজেটে সোনার আমদানি শুল্ক কমায় গতি পায় গয়না বিক্রিও। গয়নার জন্য সোনার চাহিদা ১০% বেড়ে হয়েছে ১৭১.৬ টন। তবে চড়া দামের জন্য পুরনো সোনা দিয়ে অথবা তার সঙ্গে কিছু নতুন সোনা যোগ করে গয়না তৈরির ঝোঁক বেড়েছে, দাবি ডব্লিউজিসি-র। জুলাই-সেপ্টেম্বরে তা আগের বছরের তুলনায় বেড়েছে ২২%। ভারতে গোল্ড কাউন্সিলের সিইও জৈন জানান, সোনার চাহিদা বৃদ্ধির কারণ রিজ়ার্ভ ব্যাঙ্কের নাগাড় সোনা কিনে মজুত বাড়ানো, গ্রামীণ অর্থনীতির উন্নতি, ভাল বর্ষার পরে সেখানে গয়না কেনার ঝোঁক বৃদ্ধি। একাংশ অনিশ্চয়তা যুঝতে সুরক্ষা কবচ হিসেবে আঁকড়ে ধরছে সোনাকে। লগ্নির জন্য গয়নাও কিনছে। সব মিলিয়ে গতি পাচ্ছে এই হলুদ ধাতুর চাহিদা।

আরও পড়ুন
Advertisement