গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
জোটশরিক শিন্ডেসেনার বিদায়ী বিধায়ক সদা সরভনকর নন, মুম্বইয়ের মাহিম বিধানসভা কেন্দ্রে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-র প্রধান রাজ ঠাকরের পুত্র অমিতকে সমর্থনের কথা ঘোষণা করল বিজেপি। মহারাষ্ট্রে বিধানসভা ভোটের আগে এই ঘটনার জেরে টানাপড়েন শুরু হয়েছে শাসকজোট ‘মহাজুটি’র অন্দরে।
২০০৬ সালে বালাসাহেব ঠাকরের জীবদ্দশাতেই শিবসেনা ছেড়ে নতুন দল গড়েছিলেন তাঁর ভাইপো রাজ। শিবসেনার মরাঠি ভাবাবেগের রাজনীতিকেই পুঁজি করে এগিয়েছেন তিনিও। ২০০৯ সালের বিধানসভা ভোটে দক্ষিণ-মধ্য মুম্বইয়ের মাহিম আসনে জিতেছিলেন এমএনএস প্রার্থী। ২০১৪ এবং ২০১৯-এর বিধানসভা ভোটে অবিভক্ত শিবসেনার সরভানকর জিতলেও এমএনএস প্রার্থীর সঙ্গেই তাঁর মূল লড়াই হয়েছিল। এ বার ওই আসনে রাজ-পুত্র অমিত এবং শিন্ডেসেনার সরভানকরের পাশাপাশি রয়েছেন উদ্ধবসেনার মহেশ সাওয়ন্ত।
এই পরিস্থিতিতে মুম্বই বিজেপির তরফে প্রকাশ্যে অমিতকে সমর্থনের ঘটনা নিয়ে উষ্মা প্রকাশ করেছে শিন্ডেসেনা। সরভানকরের প্রার্থিপদ প্রত্যাহারের সম্ভাবনা উড়িয়ে তাদের যুক্তি, সে ক্ষেত্রে পুরো ভোট উদ্ধবসেনার দিকে চলে যাবে। প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা ভোটেও রাজের দল না-লড়ে নিঃশর্তে সমর্থন করেছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-কে।
গত মার্চে দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকের পরে রাজ এনডিএ-তে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন। এমএনএসের একটি সূত্র জানিয়েছে, মুম্বইয়ের একটি কেন্দ্রের পাশাপাশি শিরডি লোকসভা আসনটিও চেয়েছিলেন রাজ। কিন্তু বিজেপি একটির বেশি আসন ছাড়তে রাজি হয়নি। ফলে ভোটপর্ব থেকে বিরত থেকে গিয়েছিল এমএনএস। আগামী ২০ নভেম্বরে এক দফায় মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। গণনা ২৩ নভেম্বর। মূল লড়াই বিজেপি-শিবসেনা (একনাথ শিন্ডে)-এনসিপি (অজিত)-এর জোট ‘মহাজুটি’ এবং কংগ্রেস-শিবসেনা (ইউবিটি)-এনসিপি (শরদ)-এর ‘মহাবিকাশ আঘাড়ী’র মধ্যে। অন্য দিকে, পৃথক ভাবে লড়ছে এমএনএস।