IPL 2025 Retention

বিরাটের হাতেই ফিরবে নেতৃত্ব? কেন রাখা হল না সিরাজকে? উত্তর দিল আরসিবি

কোহলিকে এই বিরাট অঙ্কের টাকা দেওয়ার পরেই প্রশ্ন উঠছে, তবে কি তিনিই অধিনায়ক? উত্তর দিলেন দলের ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ১০:৫৪
Virat Kohli

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তিন জন ক্রিকেটারকে ধরে রেখেছে। বিরাট কোহলিকে যে রাখা হবে তা নিয়ে কোনও সন্দেহ ছিল না। কিন্তু তাঁকে ২১ কোটি টাকা দেওয়া হবে সেটা আন্দাজ করা যায়নি। সেই সঙ্গে রজত পাটীদার (১১ কোটি) এবং যশ দয়ালকে (৫ কোটি) রাখা হয়েছে। কোহলিকে এই বিরাট অঙ্কের টাকা দেওয়ার পরেই প্রশ্ন উঠছে, তবে কি তিনিই অধিনায়ক? উত্তর দিলেন দলের ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট।

Advertisement

গত মরসুমে বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন ফ্যাফ ডু’প্লেসি। তাঁকে রাখেনি দল। ছেড়ে দেওয়া হয়েছে গ্লেন ম্যাক্সওয়েল, উইল জ্যাকস এবং মহম্মদ সিরাজকেও। বোবাট বলেন, “আমরা শক্তিশালী দল তৈরি করতে চাই। আমরা যে ক্রিকেটারদের ধরে রেখেছি তা খুবই ইতিবাচক সিদ্ধান্ত বলেই মনে করছি। তবে নেতৃত্ব নিয়ে বেশ কিছু কথা শোনা যাচ্ছে। কিন্তু এখনও আমরা দলের অধিনায়ক বেছে নিইনি। ফ্যাফ দুর্দান্ত অধিনায়ক, কিন্তু আমরা ওকে রাখিনি। দলের জন্য ও যা করেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু এ বারে নিলামে উঠতে হবে তাকে। নেতৃত্ব নিয়ে এখনও আলোচনা বাকি। নিলামের পরিকল্পনার সময় এটাও মাথায় রাখতে হবে।”

বোবাট জানিয়েছেন যে, আরসিবি ভারতীয়দের প্রাধান্য দিতে চাইছে। বেঙ্গালুরুর ডিরেক্টর অফ ক্রিকেট বলেন, “নিলামে আমরা শক্তিশালী ভারতীয় দল তৈরি করতে চাইব। রিটেনশনেই আমরা সেটা স্পষ্ট করে দিয়েছি। রজত এবং দয়াল গত মরসুমে খুব ভাল খেলেছে। স্পিনারদের বিরুদ্ধে ভাল খেলে রজত। দয়াল নতুন বল সুইং করাতে পারে, চাপ সামলাতে পারে। সেই কারণেই ওদের রাখা হয়েছে।”

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ভারতীয়দের প্রাধান্য দেওয়ার কথা বললেও সিরাজকে রাখেনি বেঙ্গালুরু। বোবাট বলেন, “সিরাজকে না রাখার সিদ্ধান্তটা নেওয়া খুবই কঠিন ছিল। ওর অবদান ভোলা যাবে না। বেশ কয়েক বছর ধরে আরসিবি এবং ভারতের হয়ে পারফর্ম করেছে সিরাজ। কিন্তু আমরা নিলামে বেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ নিতে চাইছিলাম। বোলিং আক্রমণে একটা ভারসাম্য প্রয়োজন আমাদের।”

Advertisement
আরও পড়ুন