Erling Haaland

ধাক্কা ম্যাঞ্চেষ্টার সিটির, চোট পেয়ে বাকি মরসুম মাঠের বাইরে হালান্ড, চিন্তায় কোচ গুয়ার্দিওলা

বোর্নমাউথের বিরুদ্ধে ম্যাচের ৬০ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন আর্লিং হালান্ড। তখনই মনে হয়েছিল তাঁর চোট গুরুতর হতে পারে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর সুস্থ হতে সাত সপ্তাহ লাগতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ২২:৪৮
Picture of Erling Haaland

আর্লিং হালান্ড। ছবি: এক্স (টুইটার)।

এফএ কাপের কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথের সঙ্গে খেলতে নেমে গোড়ালিতে চোট পেয়েছেন আর্লিং হালান্ড। প্রায় সাত সপ্তাহ তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। ফলে চলতি মরসুমে আর ম্যাঞ্চেস্টার সিটির হয়ে খেলতে পারবেন না নরওয়ের স্ট্রাইকার। আগামী রবিবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ডার্বি ম্যাচ হালান্ডকে ছাড়াই খেলতে হবে ম্যাঞ্চেস্টার সিটিকে।

Advertisement

গত রবিবার ম্যাচের ৬০ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন হালান্ড। তার ৮ মিনিট আগে বোর্নমাউথের লুইস কুক পা দিয়ে মাড়িয়ে দেন হালান্ডকে। প্রাথমিক চিকিৎসার পর মাঠে ফিরে আসেন হালান্ড। কিন্তু বাঁ পায়ের গোড়ালিতে চোট পাওয়ার পর আর মাঠে ফিরতে পারেননি তিনি। তখনই মনে হয়েছিল হালান্ডের চোট গুরুতর হতে পারে। যদিও ক্লাবের পক্ষ থেকে তখন কিছু জানানো হয়নি।

সোমবার হালান্ডের বাঁ পায়ের গোড়ালি পরীক্ষা করানো হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, সাত সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। ফলে ইংলিশ ফুটবলের চলতি মরসুমে আর হালান্ডকে পাবেন না পেপ গুয়ার্দিওলা। ম্যাঞ্চেস্টার সিটির কোচ বলেছেন, ‘‘কখনও কখনও এমন ঘটনা ঘটে। দুর্ভাগ্যজনক ভাবে এই মরসুমের গোটাটাই চোট-আঘাত আমাদের ভুগিয়েছে। এ বছর আমাদের যত জন চোট পেয়েছে, সকলের জন্যই খারাপ লেগেছে। হালান্ডের জন্যও খারাপ লাগছে। চাইব ও যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে মাঠে ফিরুক।’’ তিনি আরও বলেছেন, ‘‘চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা বলেছেন, হালান্ডের সুস্থ হতে পাঁচ থেকে সাত সপ্তাহ সময় লাগতে পারে। তাই কিছুটা হলেও আশা রয়েছে। আশা করছি মরসুম শেষে ক্লাব বিশ্বকাপের ম্যাচে আমরা ওকে পাব।’’ উল্লেখ্য, মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ১৫ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত হবে ক্লাব বিশ্বকাপ।

হালান্ডের চোট ম্যাঞ্চেস্টার সিটির জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনের ক্ষেত্রেও সমস্যায় পড়তে পারে গুয়ার্দিওলার দল। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় এই মুহূর্তে পঞ্চম স্থানে রয়েছে। ২৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪৮। কারণ লিগের প্রথম চারটি দল চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে।

বোর্নমাউথকে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে উঠেছে ম্যাঞ্চেস্টার সিটি। নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে পারবেন না হালান্ড। দল ফাইনালে উঠলে আগামী ১৭ মে-তেও তাঁর খেলার সম্ভাবনা নেই।

Advertisement
আরও পড়ুন