Durga Puja 2021

Tollyood Dhunuchi Nach: ঢাকে কাঠি, ধুনুচি নাচ, জমে গেল তারাদের পুজো

ঢাক-ধুনুচির উল্লাসে মাতোয়ারা টলি-তারকারা। উচ্ছ্বাসে ভরপুর উদ্‌যাপনের রেশ ছড়াল নেটমাধ্যমে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২১ ২০:২৩
০১ ০৭
ঢাকের বোলে কেউ নাচলেন ধুনুচি হাতে। কেউ বা নিজেই হাতে তুললেন কাঠি। বাজল পুজোর বাদ্যি। ঢাক-ধুনুচির উল্লাসে মাতোয়ারা টলি-তারকারা। জমাটি উদ্‌যাপনের রেশ ছড়াল নেটমাধ্যমে। নেচে উঠলেন অনুরাগীরাও।

ঢাকের বোলে কেউ নাচলেন ধুনুচি হাতে। কেউ বা নিজেই হাতে তুললেন কাঠি। বাজল পুজোর বাদ্যি। ঢাক-ধুনুচির উল্লাসে মাতোয়ারা টলি-তারকারা। জমাটি উদ্‌যাপনের রেশ ছড়াল নেটমাধ্যমে। নেচে উঠলেন অনুরাগীরাও।

০২ ০৭
সেই ষষ্ঠীতে শুরু। ‘স্বামী’ যশ দাশগুপ্তকে পাশে নিয়ে জয়ঢাকে বোল তুললেন নুসরত জাহান। মেতে উঠল গোটা মণ্ডপ।

সেই ষষ্ঠীতে শুরু। ‘স্বামী’ যশ দাশগুপ্তকে পাশে নিয়ে জয়ঢাকে বোল তুললেন নুসরত জাহান। মেতে উঠল গোটা মণ্ডপ।

০৩ ০৭
ঘন নীল শাড়ির আঁচল কোমরে গোঁজা। নবমীতে ধুনুচি হাতে তুমুল নাচ মিমি চক্রবর্তীর। ইনস্টাগ্রামের ভিডিও সাড়া ফেলল নিমেষে।

ঘন নীল শাড়ির আঁচল কোমরে গোঁজা। নবমীতে ধুনুচি হাতে তুমুল নাচ মিমি চক্রবর্তীর। ইনস্টাগ্রামের ভিডিও সাড়া ফেলল নিমেষে।

Advertisement
০৪ ০৭
দশমীতে মায়ের সামনেই ধুনুচি হাতে নেমে পড়লেন সন্দীপ্তা সেনও। লালপেড়ে সাদা শাড়ি, ভারী সোনার হার। সাবেক সাজেই বাজিমাত অভিনেত্রীর।

দশমীতে মায়ের সামনেই ধুনুচি হাতে নেমে পড়লেন সন্দীপ্তা সেনও। লালপেড়ে সাদা শাড়ি, ভারী সোনার হার। সাবেক সাজেই বাজিমাত অভিনেত্রীর।

০৫ ০৭
পুজোর ঢাক পেটালেন নিজেই। রাস্তায় নেমে ধুনুচি হাতেও উত্তাল নাচ। ঘিয়ে পাঞ্জাবী, ব্রোঞ্জ রঙা ধুতিতে পুরোদস্তুর ‘বাঙালি বাবু’ রাহুল দেব বসু।

পুজোর ঢাক পেটালেন নিজেই। রাস্তায় নেমে ধুনুচি হাতেও উত্তাল নাচ। ঘিয়ে পাঞ্জাবী, ব্রোঞ্জ রঙা ধুতিতে পুরোদস্তুর ‘বাঙালি বাবু’ রাহুল দেব বসু।

Advertisement
০৬ ০৭
পুচকে হলে কী হবে, পিছিয়ে নেই মোটেই। ধুতি-পাঞ্জাবীতে ছোট্ট হাতেই ঢাকে কাঠি খুদে ‘তারকা’ ইউভানের। সঙ্গ দিলেন মা শুভশ্রীও।

পুচকে হলে কী হবে, পিছিয়ে নেই মোটেই। ধুতি-পাঞ্জাবীতে ছোট্ট হাতেই ঢাকে কাঠি খুদে ‘তারকা’ ইউভানের। সঙ্গ দিলেন মা শুভশ্রীও।

০৭ ০৭
না-ই বা থাকুক শাড়ি, মনেই বঙ্গনারী! আধুনিকার সাজেই ধুনুচি নাচে সামিল দিতিপ্রিয়া। প্রথমে খানিক আড়ষ্ট, তার পরে পুরোদস্তুর জমিয়ে দিলেন ‘রানি রাসমণি’।

না-ই বা থাকুক শাড়ি, মনেই বঙ্গনারী! আধুনিকার সাজেই ধুনুচি নাচে সামিল দিতিপ্রিয়া। প্রথমে খানিক আড়ষ্ট, তার পরে পুরোদস্তুর জমিয়ে দিলেন ‘রানি রাসমণি’।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি