দুর্গাপুজো শেষ হতে না হতেই শুরু হয়ে যায় কালীপুজোর প্রস্তুতি । কালীপুজো বাংলায় বেশি প্রাচীন পুজো নয়। মহারাজা কৃষ্ণচন্দ্র প্রথম এই পুজো আরম্ভ করেন। তার পর থেকেই সারা বাংলায় ধুমধাম করে শ্যামা মায়ের আরাধনা করা হয়। তবে বাংলার কালী আরাধনার মাহাত্ম্য পুরাণে উল্লেখ করা আছে। রয়েছে বেশ কয়েকটি সতীপীঠও। তাই সেই পুজোর নিয়মকানুন অজানা থাকলে চলে? কালীপুজোর আগে জেনে নিন কী কী ভোগ দেওয়া যায় মা-কে।