This Kojagori Lakshmi Puja unlock financial success by worshipping Devi Lakshmi with these flowers dgtl
Maa Lokkhi's favourite flowers
মা লক্ষ্মীর পছন্দের এই দুই ফুল পুজোয় নিবেদন করুন, ধন-সম্পদ বাড়বে, বদলে যাবে জীবন!
মায়ের পছন্দের দুই ফুল পুজোর দিন দেবীর পায়ে অর্পণ করুন, খুলে যাবে সৌভাগ্যের চাবি।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ১৯:০৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
বাঙালির ঘরে ঘরে কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হয়। সারা বছর ধরে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর আরাধনা করে গৃহস্থরা।
০২০৮
শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, চৈত্র সংক্রান্তিতে এবং কোজাগরী পূর্ণিমা ও দীপাবলিতে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে।
০৩০৮
দেবী লক্ষ্মীর পছন্দের দুই ফুল দিয়ে কোজাগরী লক্ষ্মী পুজো করলে ধন-সম্পদে ভরবে ঘর। কোন দুই ফুলে তুষ্ঠ হবেন লক্ষ্মী দেবী?
০৪০৮
পদ্মের উপর বসেন মা লক্ষ্মী। পদ্ম তাঁর পছন্দের ফুল। পুজোর দিন একটি হলেও পদ্মফুল দিতে হয় লক্ষ্মী দেবীকে।
০৫০৮
তবে পদ্ম ছাড়াও লাল গোলাপ ও গাঁদা ফুল খুবই পছন্দের লক্ষ্মীদেবীর, এমনই মত পণ্ডিতদের।
০৬০৮
গাঁদা ফুল ভগবান বিষ্ণুর প্রিয় বলে মনে করা হয়। দেবী লক্ষ্মী তাঁর অর্ধাঙ্গিনী। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কমলা বা হলুদ রঙের গাঁদা ফুল লক্ষ্মীকে নিবেদন করলে তিনি প্রসন্না হন।
০৭০৮
তাই, পুজোর থালায় এই দুই ফুলের উপস্থিতি থাকলে মা লক্ষ্মীর কৃপা মেলে। এই দুই ফুল লক্ষ্মী দেবীকে অর্পণ করলে জীবনে সুখ,শান্তি ফিরে আসে বলে মনে করা হয়।
০৮০৮
পুজোর দিন থালায় এই দুটি ফুল দিয়ে অবশ্যই সাজিয়ে ফেলুন আর দেবীর কৃপা লাভ করুন। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।