The Mahakali of Malda Embodied with 10 Hands, Heads and Legs Bears the Historical Significance of British Rule in India dgtl
Mahakali in Malda
১০ হাত, ১০ মাথা এবং ১০ পা! মালদার মহাকালীপুজো এখনও বহন করছে ইংরেজ শাসনের স্মৃতি
কিন্তু দশভুজা কালীর কথা শুনেছেন কখনও? শুধু ১০ হাতই নয়, আছে তার ১০টি মাথা এবং ১০টি পা। শাস্ত্রে বর্ণিত মহাকালীর রূপ এই দেবী।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৪ ১৩:৩২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
দশভুজা মানেই মা দুর্গাকে বোঝায়। কিন্তু দশভুজা কালীর কথা শুনেছেন কখনও?
০২১৩
শুধু ১০ হাতই নয়, আছে তার ১০টি মাথা এবং ১০টি পা। শাস্ত্রে বর্ণিত মহাকালীর রূপ এই দেবী।
০৩১৩
মালদার ইংরেজবাজার এলাকায় বছরের পর বছর মহাকালীরই পুজো হয়ে আসছে। জেনে নেওয়া যাক সেই গল্প।
০৪১৩
ইংরেজবাজার ব্যায়াম সমিতির পুজো এই কালীপুজো কিন্তু অমাবস্যা তিথিতে হয় না। আবার রাতেও হয় না। এই পুজো হয় দুপুর বেলায় চতুর্দশী তিথিতে।
০৫১৩
আরও একটি বৈশিষ্ট্য হল দেবীর পায়ের কাছে মহাদেব শায়িত অবস্থায় নেই। আছে দুই অসুর।
০৬১৩
দেশ স্বাধীন হওয়ার অনেক আগে ১৯৩০ সালে মালদার পুড়াটুলি এলাকার কিছু যুবক বাকি স্বাধীনতা সংগ্রামীদের মতোই চেয়েছিল দেশকে স্বাধীন করতে।
০৭১৩
সেই স্বপ্ন মনে নিয়েই নিজেদের মানসিক এবং শারীরিকভাবে শক্তিশালী করতে খোলেন একটি ব্যায়ামাগার। নাম দেন ইংরেজবাজার ব্যায়াম সমিতি।
০৮১৩
এর পরে দেশকে স্বাধীন করার উদ্দেশ্যেই তাঁরা এই কালীপুজো শুরু করেন। ভারতীয়দের উপর ব্রিটিশদের অত্যাচারের প্রতীকস্বরূপ ব্রিটিশদেরকে অসুর হিসাবে দেবীর পায়ের কাছে রাখা হয়।
০৯১৩
স্বাধীনতার আগে ব্রিটিশ শাসিত সমাজে রাতে কাউকে দেখলেই ইংরেজরা দেশীয়দের উপর অত্যাচার চালাতো। তাই রাতের বদলে দিনের আলোতেই পুড়াটুলির যুবকরা এই পুজো শুরু করেন।
১০১৩
অমাবস্যার রাতে ইংরেজরা পুজো করতে না দেওয়ায় চতুর্দশীতেই তাঁরা পুজো করেছিলেন।
১১১৩
কথিত, মালদা থেকে কিছু দূরে বিহারের বিন্দুবাসিনী পাহাড়ের গায়ে খোদাই করা মহাকালীর মূর্তি দেখেই এই পুজো শুরু করা হয়।
১২১৩
পরে তারা জানতে পারেন পুরাণের শ্রী শ্রী চণ্ডী গ্রন্থের বৈকৃতিক রহস্য সূত্রে এই মূর্তির কথা বলা রয়েছে।
১৩১৩
আগে এই পুজো পুড়াটুলি এবং অন্যান্য কয়েক জায়গায় হলেও ১৯৮৫ সাল থেকে শহরের গঙ্গাবাগ এলাকায় পাকাপাকিভাবে এই পুজো শুরু হয়। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।