Know the real story of Keoratola Shamshan Kali Puja 2024 dgtl
KeoraTola Mahashamshan KaliPuja History
শবদেহের সামনেই হয় কালীপুজো ! কেওড়াতলা মহাশশ্মানের ইতিহাস জানা আছে?
তবে কালীর অন্যন্য রূপের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল শ্মশান কালী। বিভিন্ন শ্মশানঘাটে কালীর যে রূপটির পুজো করা হয়, তা'শ্মশানকালী' নামে পরিচিত। বাংলার প্রায় সব শ্মশানেই শ্মশানকালীর পুজো হয়। কিন্তু আপনার ঘরের কাছে খাস কলকাতার বুকে কেওড়াতলা মহা শশ্মানের কালীপু জোর কথা কি জানা আছে? এই শশ্মানের আগুন কখনও নেভেনা তাই এই শশ্মান মহাশশ্মানের তকমা পেয়েছে।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ২৩:২৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
আলোর উৎসব দীপাবলি, কিন্তু এর সঙ্গে জড়িয়ে রয়েছে এক অন্ধকার দিকের কথাও। দশমহাবিদ্যার প্রথম মহাবিদ্যা হল কালী। দেবী কালীর পদতলে শবের মতো শুয়ে থাকেন শ্মশানবাসী মহাদেব। ধ্যানমন্ত্রে দেবীর রূপ চতুর্ভুজা, এলোকেশী।
০২১০
এছাড়াও দেবীর নানা রূপ বর্তমান। রক্ষা কালী, শ্যামা কালী, দক্ষিণা কালী, ডাকাত কালী, শ্মশান কালী-এমন নানা রূপেই পূজিত হন দেবী।
০৩১০
তবে কালীর অন্যন্য রূপের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল শ্মশান কালী। বিভিন্ন শ্মশানঘাটে কালীর যে রূপটির পুজো করা হয়, তা'শ্মশানকালী' নামে পরিচিত। বাংলার প্রায় সব শ্মশানেই শ্মশানকালীর পুজো হয়।
০৪১০
কিন্তু আপনার ঘরের কাছে খাস কলকাতার বুকে কেওড়াতলা মহা শশ্মানের কালীপু জোর কথা কি জানা আছে? এই শশ্মানের আগুন কখনও নেভেনা তাই এই শশ্মান মহাশশ্মানের তকমা পেয়েছে।
০৫১০
১৮৭০ সাল থেকে চলে আসছে এই পুজো। এবছর কেওড়াতলা মহাশশ্মান পুজো পা দেবে ১৪৯ বছরে। শোনা যায়, স্থানীয় এক কাপালিক দুই ব্রাহ্মণ্যের সহায়তায় এই পুজো শুরু করেছিলেন। পুজো শুরু হয়েছিল দুহাত সম্পন্না এক জিহ্বাহীন কালী দিয়েই। সেই ধারাই আজও অব্যাহত।
০৬১০
একদিকে শ্মশানকালী পুজো হবে আর অপরদিকে চলবে শবদেহের দাহ। কেওড়াতলায় এই পুজো করেন ডোমেরা।
০৭১০
পুজোর নির্দিষ্ট সময়ে একটি মৃতদেহ দাহ করার জন্য এনে রাখা হয়। এমন রেওয়াজ রয়েছে রাজ্যের অন্যপ্রান্তের শ্মশানেও।
০৮১০
জানা যায়, শ্মশানে শব দেহ না আসা পর্যন্ত দেবীর ভোগ নিবেদন করা হয় না।
০৯১০
একদিকে শবদাহ চলছে এবং অন্যদিকে পুজোর মন্ত্র উচ্চারিত হচ্ছে। এই আবহে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হয় মহাশ্মশানে।
১০১০
রাজ্যে এমন একাধিক শ্মশান রয়েছে, যেখানে শবদেহ না আসা পর্যন্ত পুজো শুরু হয় না। দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানেও এমনটাই রেওয়াজ।