Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

Dasha Mahavidya

দশ মহাবিদ্যাকে ধারণ করেন মহাকালী, এই দশ মহাবিদ্যা কারা? শাস্ত্রে তাঁদের ব্যাখ্যা কী?

হিন্দু তান্ত্রিক দেবীর দশটি রূপ। মনে করা হয় মহাকালী স্বয়ং এই দশ মহাবিদ্যাকে ধারণ করেন। এই দশ মহাবিদ্যা কারা? জেনে নেওয়া যাক।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ১২:০৮
Share: Save:
০১ ১৩
দশ মহাবিদ্যা হল হিন্দু ধর্মের তান্ত্রিক শাখার একটি গুরুত্বপূর্ণ ধারণা। এরা হল দশটি দেবীর সমষ্টি যাদেরকে মহাসিদ্ধি ও মহাশক্তির প্রতীক হিসেবে পূজা করা হয়। এই দেবীরা মহাশক্তির বিভিন্ন রূপের প্রতিনিধিত্ব করেন এবং তাদের প্রত্যেকের নিজস্ব বিশেষ শক্তি ও গুণাবলী রয়েছে।

দশ মহাবিদ্যা হল হিন্দু ধর্মের তান্ত্রিক শাখার একটি গুরুত্বপূর্ণ ধারণা। এরা হল দশটি দেবীর সমষ্টি যাদেরকে মহাসিদ্ধি ও মহাশক্তির প্রতীক হিসেবে পূজা করা হয়। এই দেবীরা মহাশক্তির বিভিন্ন রূপের প্রতিনিধিত্ব করেন এবং তাদের প্রত্যেকের নিজস্ব বিশেষ শক্তি ও গুণাবলী রয়েছে।

০২ ১৩
দশ মহাবিদ্যার নাম সাধারণত নিম্নলিখিত ক্রমানুসারে উল্লেখ করা হয়:

দশ মহাবিদ্যার নাম সাধারণত নিম্নলিখিত ক্রমানুসারে উল্লেখ করা হয়:

০৩ ১৩
 কালী: সময় ও মৃত্যুর দেবী। তিনি সর্বনাশিনী, কিন্তু একই সাথে জীবনদাত্রীও।

কালী: সময় ও মৃত্যুর দেবী। তিনি সর্বনাশিনী, কিন্তু একই সাথে জীবনদাত্রীও।

০৪ ১৩
তারা: তিনি একাধারে ক্রোধ এবং সৃষ্টির দেবী। তিনি মহাবিশ্বের সৃষ্টি ও ধ্বংসের শক্তিকে প্রতিনিধিত্ব করেন।

তারা: তিনি একাধারে ক্রোধ এবং সৃষ্টির দেবী। তিনি মহাবিশ্বের সৃষ্টি ও ধ্বংসের শক্তিকে প্রতিনিধিত্ব করেন।

০৫ ১৩
ত্রিপুরা সুন্দরী: সৌন্দর্য এবং সৃষ্টিশীলতার দেবী। তিনি মহাবিশ্বের তিনটি লোককে শাসন করেন।

ত্রিপুরা সুন্দরী: সৌন্দর্য এবং সৃষ্টিশীলতার দেবী। তিনি মহাবিশ্বের তিনটি লোককে শাসন করেন।

০৬ ১৩
ভুবনেশ্বরী: সমস্ত জগতের রানী। তিনি মহাবিশ্বের সকল শক্তিকে নিজের মধ্যে ধারণ করেন।

ভুবনেশ্বরী: সমস্ত জগতের রানী। তিনি মহাবিশ্বের সকল শক্তিকে নিজের মধ্যে ধারণ করেন।

০৭ ১৩
ভৈরবী: ভয়ানক এবং রাগান্বিতা দেবী। তিনি মহাবিশ্বের নানা বিপর্যয় ও দুর্ঘটনার প্রতিনিধিত্ব করেন।

ভৈরবী: ভয়ানক এবং রাগান্বিতা দেবী। তিনি মহাবিশ্বের নানা বিপর্যয় ও দুর্ঘটনার প্রতিনিধিত্ব করেন।

০৮ ১৩
ছিন্নমস্তা: এক অত্যন্ত ভয়ানক দেবী যিনি নিজের মাথা কেটে ফেলেছেন। তিনি মহাবিশ্বের অসীম শক্তির প্রতিনিধিত্ব করেন।

ছিন্নমস্তা: এক অত্যন্ত ভয়ানক দেবী যিনি নিজের মাথা কেটে ফেলেছেন। তিনি মহাবিশ্বের অসীম শক্তির প্রতিনিধিত্ব করেন।

০৯ ১৩
 ধূমাবতী: ধূমকেশী দেবী। তিনি মহাবিশ্বের ধ্বংস ও পুনর্জন্মের প্রতিনিধিত্ব করেন।

ধূমাবতী: ধূমকেশী দেবী। তিনি মহাবিশ্বের ধ্বংস ও পুনর্জন্মের প্রতিনিধিত্ব করেন।

১০ ১৩
বগালামুখী: বাকশক্তির দেবী। তিনি মহাবিশ্বের সকল ভাষা ও বাক্যকে নিজের মধ্যে ধারণ করেন।

বগালামুখী: বাকশক্তির দেবী। তিনি মহাবিশ্বের সকল ভাষা ও বাক্যকে নিজের মধ্যে ধারণ করেন।

১১ ১৩
মাতঙ্গী: তিনি  সিদ্ধির দেবী। তিনি মহাবিশ্বের সকল সিদ্ধি ও সাধনাকে প্রতিনিধিত্ব করেন।

মাতঙ্গী: তিনি সিদ্ধির দেবী। তিনি মহাবিশ্বের সকল সিদ্ধি ও সাধনাকে প্রতিনিধিত্ব করেন।

১২ ১৩
কমলাত্মিকা: সমৃদ্ধি ও সুখের দেবী। তিনি মহাবিশ্বের সকল ধনসম্পদ ও সুখকে নিজের মধ্যে ধারণ করেন।

কমলাত্মিকা: সমৃদ্ধি ও সুখের দেবী। তিনি মহাবিশ্বের সকল ধনসম্পদ ও সুখকে নিজের মধ্যে ধারণ করেন।

১৩ ১৩
দশ মহাবিদ্যার গুরুত্ব: দশ মহাবিদ্যা তান্ত্রিক সাধনার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তাদের পূজা করার মাধ্যমে সাধকরা মহাশক্তি লাভ করতে পারে এবং মোক্ষ প্রাপ্ত হতে পারে। এই দেবীরা মহাবিশ্বের সকল শক্তিকে নিজের মধ্যে ধারণ করেন এবং তাদের আরাধনা করার মাধ্যমে সাধকরা এই শক্তিকে নিজের জীবনে আনতে পারে। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

দশ মহাবিদ্যার গুরুত্ব: দশ মহাবিদ্যা তান্ত্রিক সাধনার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তাদের পূজা করার মাধ্যমে সাধকরা মহাশক্তি লাভ করতে পারে এবং মোক্ষ প্রাপ্ত হতে পারে। এই দেবীরা মহাবিশ্বের সকল শক্তিকে নিজের মধ্যে ধারণ করেন এবং তাদের আরাধনা করার মাধ্যমে সাধকরা এই শক্তিকে নিজের জীবনে আনতে পারে। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE