Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

Alakshmi Biday

অলক্ষ্মীর নাম তো শুনেছেন! জানুন এই অলক্ষ্মীর পরিচয়! অলক্ষ্মী বিদায়ের উপায় কী?

অলক্ষ্মী বিদায় হল বাংলার বিভিন্ন অঞ্চলে হিন্দু রমণীদের দ্বারা কৃত এক অনুষ্ঠান বিশেষ। কে এই অলক্ষ্মী দেবী? অলক্ষ্মী বিদায়ের উপায়ই বা কী?

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৪ ১৩:৪৭
Share: Save:
০১ ১৬
অলক্ষ্মী একজন দুর্ভাগ্যের দেবী। তিনি লক্ষ্মীর জ্যেষ্ঠা ভগিনী এবং অলক্ষ্মীকে জ্যেষ্ঠা বা নিরতীও বলা হয়।

অলক্ষ্মী একজন দুর্ভাগ্যের দেবী। তিনি লক্ষ্মীর জ্যেষ্ঠা ভগিনী এবং অলক্ষ্মীকে জ্যেষ্ঠা বা নিরতীও বলা হয়।

০২ ১৬
অলক্ষ্মী কলহপ্রিয়া। বলা হয়, যখন অলক্ষ্মী গৃহে প্রবেশ করেন, তখন তিনি সেই গৃহে ঈর্ষা ও অমঙ্গল নিয়ে আসেন। তিনি ভ্রাতৃদ্বন্দ্ব এনে কুলবিনাশ করেন।

অলক্ষ্মী কলহপ্রিয়া। বলা হয়, যখন অলক্ষ্মী গৃহে প্রবেশ করেন, তখন তিনি সেই গৃহে ঈর্ষা ও অমঙ্গল নিয়ে আসেন। তিনি ভ্রাতৃদ্বন্দ্ব এনে কুলবিনাশ করেন।

০৩ ১৬
তিনি তার কনিষ্ঠা ভগিনী লক্ষীকে বিষ্ণুর মতো স্বামীর সঙ্গে বৈকুণ্ঠে বাস করতে দেখে মনঃক্ষুণ্ণ হয়েছিলেন। কারণ তার স্বামী বা বাসস্থান কিছুই ছিল না

তিনি তার কনিষ্ঠা ভগিনী লক্ষীকে বিষ্ণুর মতো স্বামীর সঙ্গে বৈকুণ্ঠে বাস করতে দেখে মনঃক্ষুণ্ণ হয়েছিলেন। কারণ তার স্বামী বা বাসস্থান কিছুই ছিল না

০৪ ১৬
লক্ষ্মী তখন তাকে বর দেন, “কলি হবে অলক্ষ্মীর স্বামী এবং অপরিচ্ছন্ন, কুৎসিত, আলস্য, অত্যাচার, ঈর্ষা, ক্রোধ, ভণ্ড, লোভ ও কামের মধ্যে তিনি বাস করবেন”

লক্ষ্মী তখন তাকে বর দেন, “কলি হবে অলক্ষ্মীর স্বামী এবং অপরিচ্ছন্ন, কুৎসিত, আলস্য, অত্যাচার, ঈর্ষা, ক্রোধ, ভণ্ড, লোভ ও কামের মধ্যে তিনি বাস করবেন”

০৭ ১৬
দেবী অলক্ষ্মীকে পাপলক্ষ্মী এবং দেবী লক্ষ্মীর বড় দিদি বলা হয়।

দেবী অলক্ষ্মীকে পাপলক্ষ্মী এবং দেবী লক্ষ্মীর বড় দিদি বলা হয়।

০৮ ১৬
তিনি কৃষ্ণবর্ণা এবং হাতে ঝাঁটা নিয়ে থাকেন। তিনি রক্তমালা, রক্তকমল, লোহার অলঙ্কার পরে থাকেন। এবং তাঁর বাহন হল গাধা।

তিনি কৃষ্ণবর্ণা এবং হাতে ঝাঁটা নিয়ে থাকেন। তিনি রক্তমালা, রক্তকমল, লোহার অলঙ্কার পরে থাকেন। এবং তাঁর বাহন হল গাধা।

০৯ ১৬
দেবী অলক্ষ্মীকে শুধু দেবতারাই না এমনকি অসুররাও ভয় পান। কেউ তাঁকে বিয়ে করতে না চাইলে, বিষ্ণু দেবের অনুরোধে উদ্দালক মুনি তাঁকে বিয়ে করেন।

দেবী অলক্ষ্মীকে শুধু দেবতারাই না এমনকি অসুররাও ভয় পান। কেউ তাঁকে বিয়ে করতে না চাইলে, বিষ্ণু দেবের অনুরোধে উদ্দালক মুনি তাঁকে বিয়ে করেন।

১০ ১৬
কিন্তু অলক্ষ্মী ভালভাবে সংসার করতে চাইলে মুনি তাঁকে পরিত্যাগ করেন। তার জন্যই অলক্ষ্মীর কোনও বাড়িতে ঠাঁই হয় না।

কিন্তু অলক্ষ্মী ভালভাবে সংসার করতে চাইলে মুনি তাঁকে পরিত্যাগ করেন। তার জন্যই অলক্ষ্মীর কোনও বাড়িতে ঠাঁই হয় না।

১১ ১৬
এমন কি অলক্ষ্মীর মূর্তিকেও ঘরের ভিতরে আনা হয় না, ঘরের বাইরেই এক কোণে রাখা হয়। যেখানে হিংসা, ঝগড়া, অহংকার, দর্প ইত্যাদি থাকে সেখানেই অলক্ষ্মী বাস করে বলে বলা হয়ে থাকে।

এমন কি অলক্ষ্মীর মূর্তিকেও ঘরের ভিতরে আনা হয় না, ঘরের বাইরেই এক কোণে রাখা হয়। যেখানে হিংসা, ঝগড়া, অহংকার, দর্প ইত্যাদি থাকে সেখানেই অলক্ষ্মী বাস করে বলে বলা হয়ে থাকে।

১২ ১৬
অলক্ষ্মীকে ঘিরে পৌরাণিক আখ্যান কিংবা অন্য ধর্মে তাঁর উল্লেখের পাশাপাশি লোককথাও রয়েছে। যেমন, অলক্ষ্মী বিদায়ের আখ্যান।

অলক্ষ্মীকে ঘিরে পৌরাণিক আখ্যান কিংবা অন্য ধর্মে তাঁর উল্লেখের পাশাপাশি লোককথাও রয়েছে। যেমন, অলক্ষ্মী বিদায়ের আখ্যান।

১৩ ১৬
এক রাজার কাছে মূর্তি বিক্রি করতে আসেন এক কারিগর।

এক রাজার কাছে মূর্তি বিক্রি করতে আসেন এক কারিগর।

১৪ ১৬
রাজা কথাও দেন, তাঁর কাছে যে মূর্তিই থাকুক সেটাই তিনি কিনবেন। কিন্তু তাতেই ঘটে গেল গণ্ডগোল।

রাজা কথাও দেন, তাঁর কাছে যে মূর্তিই থাকুক সেটাই তিনি কিনবেন। কিন্তু তাতেই ঘটে গেল গণ্ডগোল।

১৫ ১৬
 কেন না ওই শিল্পীর কাছে ছিল একটিই মাত্র মূর্তি। সেটি অলক্ষ্মীর। আর তাতেই তাঁর রাজ্যে দেখা দিল দুর্যোগের ঘনঘটা।

কেন না ওই শিল্পীর কাছে ছিল একটিই মাত্র মূর্তি। সেটি অলক্ষ্মীর। আর তাতেই তাঁর রাজ্যে দেখা দিল দুর্যোগের ঘনঘটা।

১৬ ১৬
তখন এই বিপদ থেকে মুক্তি পেতে লক্ষ্মীপুজো করেছিলেন সেই রাজা। শেষ পর্যন্ত সেই রাজ্যের হারানো শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে দিলেন দেবী লক্ষ্মী।

তখন এই বিপদ থেকে মুক্তি পেতে লক্ষ্মীপুজো করেছিলেন সেই রাজা। শেষ পর্যন্ত সেই রাজ্যের হারানো শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে দিলেন দেবী লক্ষ্মী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy