Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

Dessert for Laxmi Puja

ভোগে রেখেছেন তো লক্ষ্মী দেবীর প্রিয় মিষ্টি? যা দিয়ে তাঁর মান ভাঙাতেন বিষ্ণু!

মা লক্ষ্মীর ভোগেও থাকে নানা রকমের পদ। খিচুড়ি, লাবড়া থেকে শুরু করে নাড়ু, মিষ্টি এবং ফল। কিন্তু এত কিছুর মধ্যে তাঁর প্রিয় মিষ্টি দেওয়ার কথা ভুলে যান অনেকেই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৪ ২২:৩৭
Share: Save:
০১ ১৩
মা লক্ষ্মী খুশি থাকলে সংসারে আসে সুখ ও সমৃদ্ধি, বাড়িতে আসে প্রাচুর্য্য।

মা লক্ষ্মী খুশি থাকলে সংসারে আসে সুখ ও সমৃদ্ধি, বাড়িতে আসে প্রাচুর্য্য।

০২ ১৩
তাই কোজাগরী পূর্ণিমার রাতে দেবীকে সন্তুষ্ট করতে ব্যস্ত হয়ে পড়েন সকল গৃহস্থ।

তাই কোজাগরী পূর্ণিমার রাতে দেবীকে সন্তুষ্ট করতে ব্যস্ত হয়ে পড়েন সকল গৃহস্থ।

০৩ ১৩
মা লক্ষ্মীর ভোগেও থাকে নানা রকমের পদ। খিচুড়ি, লাবড়া থেকে শুরু করে নাড়ু, মিষ্টি এবং ফল।

মা লক্ষ্মীর ভোগেও থাকে নানা রকমের পদ। খিচুড়ি, লাবড়া থেকে শুরু করে নাড়ু, মিষ্টি এবং ফল।

০৪ ১৩
কিন্তু এত কিছুর মধ্যে তাঁর প্রিয় মিষ্টি দেওয়ার কথা ভুলে যান অনেকেই। অনেকে জানেনও না তাঁর প্রিয় মিষ্টি আসলে কী!

কিন্তু এত কিছুর মধ্যে তাঁর প্রিয় মিষ্টি দেওয়ার কথা ভুলে যান অনেকেই। অনেকে জানেনও না তাঁর প্রিয় মিষ্টি আসলে কী!

০৫ ১৩
এটি এমনই এক মিষ্টি, যা খাইয়ে স্বয়ং শ্রীবিষ্ণু মান ভাঙিয়েছেন মা লক্ষ্মীর!

এটি এমনই এক মিষ্টি, যা খাইয়ে স্বয়ং শ্রীবিষ্ণু মান ভাঙিয়েছেন মা লক্ষ্মীর!

০৬ ১৩
কথা হচ্ছে ‘লক্ষ্মী বিলাস’-এর। মনে করা হয়, মা লক্ষ্মীকে তার পছন্দ মতো এই ভোগ দিলে তিনি খুশি হন।

কথা হচ্ছে ‘লক্ষ্মী বিলাস’-এর। মনে করা হয়, মা লক্ষ্মীকে তার পছন্দ মতো এই ভোগ দিলে তিনি খুশি হন।

০৭ ১৩
‘লক্ষ্মী বিলাস’ শুধু লক্ষ্মীরই নয়, বিষ্ণুরও প্রিয় একটি মিষ্টি।

‘লক্ষ্মী বিলাস’ শুধু লক্ষ্মীরই নয়, বিষ্ণুরও প্রিয় একটি মিষ্টি।

০৮ ১৩
জগন্নাথ দেবের ভোগের মধ্যেও অন্যতম এই মিষ্টি।

জগন্নাথ দেবের ভোগের মধ্যেও অন্যতম এই মিষ্টি।

০৯ ১৩
কথিত, রথ যাত্রার সময়ে যখন জগন্নাথদেব বলরাম ও সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান, তখন তাঁকে সঙ্গে না নেওয়ায় লক্ষ্মী দেবীর খুব অভিমান হয়।

কথিত, রথ যাত্রার সময়ে যখন জগন্নাথদেব বলরাম ও সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান, তখন তাঁকে সঙ্গে না নেওয়ায় লক্ষ্মী দেবীর খুব অভিমান হয়।

১০ ১৩
তখন তিনি সুবর্ণ মহালক্ষ্মী রূপে গুণ্ডিচা মন্দিরে যান জগন্নাথদেবকে ভয় দেখিয়ে ফিরিয়ে আনার জন্য।

তখন তিনি সুবর্ণ মহালক্ষ্মী রূপে গুণ্ডিচা মন্দিরে যান জগন্নাথদেবকে ভয় দেখিয়ে ফিরিয়ে আনার জন্য।

১১ ১৩
দেবী মন্দিরে পৌঁছে তাঁর আসার খবর পাঠান জগন্নাথদেবকে।

দেবী মন্দিরে পৌঁছে তাঁর আসার খবর পাঠান জগন্নাথদেবকে।

১২ ১৩
লক্ষ্মীকে সন্তুষ্ট করতে জগন্নাথ অর্থাৎ বিষ্ণু তাঁকে ‘আজ্ঞা মালা’ পাঠান। সঙ্গে তাঁকে প্রসন্ন করতে পাঠান ‘প্রসন্ন ভোগ’ অথবা ‘লক্ষ্মী বিলাস’।

লক্ষ্মীকে সন্তুষ্ট করতে জগন্নাথ অর্থাৎ বিষ্ণু তাঁকে ‘আজ্ঞা মালা’ পাঠান। সঙ্গে তাঁকে প্রসন্ন করতে পাঠান ‘প্রসন্ন ভোগ’ অথবা ‘লক্ষ্মী বিলাস’।

১৩ ১৩
তাই যদি বুঝতে পারেন সংসারে সুখ-সমৃদ্ধির প্রয়োজন, তখন এই প্রিয় মিষ্টি দিয়েই করুন মা লক্ষ্মীর আরাধনা। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

তাই যদি বুঝতে পারেন সংসারে সুখ-সমৃদ্ধির প্রয়োজন, তখন এই প্রিয় মিষ্টি দিয়েই করুন মা লক্ষ্মীর আরাধনা। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE