kali Puja2022: Why is the sword kept at home after immersion of goddess Kali dgtl
kali Puja 2022
মা কালীর বিসর্জনের পরেও কেন রেখে দেওয়া হয় খাঁড়া, কী বলছে পুরাণ?
আদ্যাশক্তি মহামায়ার শক্তি হল খড়্গ। এই অস্ত্রেই দেবী সমস্ত অশুভের বিনাশ করেন। বিসর্জনের পরেও রেখে দেওয়া হয় খাঁড়া। কেন? ব্যাখ্যা করলেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ী।
আনন্দ উৎসব
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২২ ১৯:৩৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৭
বিসর্জনের নিয়ম অনুযায়ী, সব কিছু বিসর্জন দেওয়ারই রীতি। শাস্ত্রও তাই বলে। দেবী কালী যদি গৃহদেবী না হন, তা হলে মৃন্ময়ী মূর্তি বিসর্জন দেওয়ার রীতি শাস্ত্রে রয়েছে।
০২০৭
পুজোর পরে অনেকেই মূর্তি বিসর্জন দিতে চান না। এক বছর সেই প্রতিমা রেখে দেওয়া হয়, পরের বছর নতুন মূর্তি এলে তা বিসর্জন হয়।
০৩০৭
খড়্গকে দেবী কালীর শক্তির আধার হিসেবে ধরা হয়। শ্রী বিষ্ণুর প্রতীক যেমন সুদর্শন চক্র, তেমনই দেবী কালীর শক্তিরূপের প্রতীক হল এই খড়্গ বা খাঁড়া। ‘শ্রী চণ্ডী’তে বলা হয়েছে, ‘খড়্গ আমাদের রক্ষা করুক।’
০৪০৭
কালী পুজোর পরে প্রতিমা বিসর্জন হলেও তার হাতের খাঁড়াটি বাড়িতে রেখে দেন অনেকেই। তার নেপথ্যে শক্তি রূপে স্বয়ং দেবীকে ঘরে রেখে দেওয়ার ভাবনা। ম়ৃন্ময়ী রূপকে বিসর্জন দিলেও দেবীর শক্তি রূপ খড়্গ বাড়িতেই থেকে যায়।
০৫০৭
পুরাণ মতে, দেবী কালী এই খড়্গর মধ্যে শক্তিরূপে বিরাজ করেন। সন্তানদের সব বিপদ থেকে রক্ষা করেন সে ভাবেই।
০৬০৭
অনেকেই খাঁড়া ধোয়া জল খান। এই জল মায়ের চরণামৃতের মতোই। ভক্তদের বিশ্বাস, এই জল খেলে রোগ-রিপু-জরা থেকে দূরে থাকা যায়।
০৭০৭
এমনকি, এই খাঁড়া ধোয়া জল নাকি অনেক কঠিন রোগ থেকেও সারিয়ে তোলে। দেবী কালীর খাঁড়া ধোয়া জল দেহে শক্তির সঞ্চার করে। সেই শক্তিই সব প্রতিকূলতার সঙ্গে লড়াই করে আমাদের সুস্থ রাখে।