Where to Place Maa Lakshmi's Idol and Photos to Attract Prosperity at home dgtl
Vastu Tips
ঠাকুরঘরে লক্ষ্মীমূর্তি ঠিক জায়গায় রেখেছেন তো? সাবধান, হতে পারে অমঙ্গল!
মা লক্ষ্মীর ছবি বা মূর্তি কোথায় রাখবেন, তা নিয়ে কিন্তু যথেষ্ট সচেতন হতে হবে। এ ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ০২:১৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি করতে দেবী লক্ষ্মীর পুজো করা হয়। মনে করা হয়, দেবীকে খুশি করলে তাঁর আশীর্বাদে প্রাচুর্য আসে। তাই মূর্তি হোক বা ছবি, মা লক্ষ্মী পূজিত হন ঘরে ঘরে।
০২১৫
তবে মা লক্ষ্মীর ছবি বা মূর্তি কোথায় রাখবেন, তা নিয়ে কিন্তু যথেষ্ট সচেতন হতে হবে। এ ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি।
০৩১৫
বাস্তুশাস্ত্র মতে, ঈশান কোণ অথবা উত্তর-পূর্ব দিকে মা লক্ষ্মীর মূর্তি রাখতে হবে।
০৪১৫
দেবীর ছবি উত্তর বা পশ্চিম দিকে রাখার নিয়ম রয়েছে।
০৫১৫
যদি বাড়িতে নির্দিষ্ট কোনও ঠাকুরঘর না থাকে, তবে দেবীর ছবি বসার ঘরের দেওয়ালে অথবা পরিষ্কার কোনও জায়গায় বসানো যেতে পারে।
০৬১৫
কখনওই মা লক্ষ্মীর ছবি অথবা মূর্তি শৌচাগারের কাছে রাখবেন না।
০৭১৫
লক্ষ্মীপুজো করার সময়ে এমন ভাবে বসবেন, যাতে আপনার মুখ উত্তর বা পশ্চিম দিকে থাকে।
০৮১৫
ছবি কেনার সময়ে খেয়াল করবেন, তাতে যেন দেবী দাঁড়িয়ে না থাকেন।
০৯১৫
দাঁড়িয়ে থাকার অর্থ হল, লক্ষ্মী তাড়াতাড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে যাবেন। অর্থাৎ তাঁর আশীর্বাদ ভক্তরা দীর্ঘ সময় পাবেন না।
১০১৫
লক্ষ্মীর বসে থাকা অবস্থার ছবি বাড়িতে রাখবেন। তবে দেখবেন, তিনি যেন বাহন পেঁচার উপরে বসে না থাকেন।
১১১৫
পেচাঁর উপরে লক্ষ্মী দেবী বসে থাকার অর্থ তিনি দ্রুত বাড়ি থেকে বার হয়ে যাবেন।
১২১৫
যে ছবিতে লক্ষ্মী আশীর্বাদের ভঙ্গিতে বসে, সেই ছবি ঘরে রাখা শুভ।
১৩১৫
দেবী পদ্ম ফুলের উপর অধিষ্ঠান করে আছেন, এমন ছবিও ঘরের জন্য শুভ।
১৪১৫
কখনওই একের অধিক ছবি বাড়িতে রাখবেন না।
১৫১৫
বেশি ছবি অথবা মূর্তি রাখলে বাস্তুদোষ হতে পারে। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।