Take inspiration for home decor from Amitabh Bachchan’s bunglow dgtl
Amitabh Bachchan’s bunglow
বিগ বি-র বহু কোটির বাংলোর অনুপ্রেরণাতেই সাজাতে চান আপনার অন্দর? পুজোর আগে জেনে নিন খুঁটিনাটি
যেন সাক্ষাৎ সিনেমার সেট! মুম্বইয়ের অভিজাত পাড়ায় সে ভাবেই দাঁড়িয়ে বিলাসবহুল ‘জলসা’। এ বাড়ির আনাচকানাচে লুকিয়ে কত ভক্তের দৈনিক প্রতীক্ষা আর অভিনন্দন!
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৪:৪৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
১২০ কোটি টাকার প্রাসাদোপম এই বাংলোতেই বাস অমিতাভ বচ্চন সহ গোটা পরিবারের। যার প্রতিটি অংশে ছড়িয়ে চোখধাঁধানো অন্দরসাজ!
০২১১
এই পুজোয় সে সবই কি হয়ে উঠতে পারে আপনার ঘর সাজানোর অনুপ্রেরণা? দেখে নিন।
০৩১১
বচ্চনদের বসার ঘরে আছে সাবেকিয়ানার ভরপুর নিদর্শন। নানা রকমের বিখ্যাত ছবির সংগ্রহ ছাড়াও পারিবারিক মুহূর্ত ফ্রেমবন্দি করে দেওয়ালে টাঙানো হয়েছে অন্দরসাজের অংশ হিসেবে। আপনার বসার ঘরেও তো হতে পারে এমন ব্যবস্থা!
০৪১১
হরেক রকম ভিন্টেজ শো-পিসের সংগ্রহ রয়েছে বসার ঘর-সহ বাংলোর বিভিন্ন অংশে। পুজোর আগে আপনার বাজেট অনুযায়ী এমনই জিনিসপত্র কিনে ঘর সাজাতে পারেন।
০৫১১
বচ্চন পরিবারের বসার ঘরে রয়েছে সুবিশাল ঝাড়বাতিও। আপনার বাড়িতে যদি বড় ঝাড়বাতি লাগানোর মতো জায়গা না-ও থাকে, কুছ পরোয়া নেই। কম বাজেটে এবং ঘরের আয়তন অনুসারে পছন্দের ঝাড়বাতি কিনে লাগাতে পারেন নিজের বসার ঘরে।
০৬১১
জলসা-র ঘরে ঘরে দামি মার্বেলের মেঝের উপরে পাতা থাকে তুর্কি থেকে নিয়ে আসা কার্পেট। এই পুজোয় কিনে ফেলুন অন্য ধরনের কাজ কিংবা রঙিন নকশা করা কার্পেট। ঘরের ঠিক মাঝখানে পেতে আভিজাত্য বাড়িয়ে তুলুন অনায়াসে।
০৭১১
অন্দরের পাশাপাশি জলসা-র এক টুকরো সবুজের কথাও না বললেই নয়! জলসার সামনে রয়েছে বিশাল বাগান, খেলার জায়গা, আর নানা ধরনের দেশি-বিদেশি গাছে সাজানো এক টুকরো শান্তি। নিজের বাড়িতেও মন ভাল রাখতে এমন একটা ছোট্ট বাগান করে নিতেই পারেন। আর যদি আপনার ফ্ল্যাট হয়, সে ক্ষেত্রে বারান্দাই হতে পারে আপনার সবুজের ঠিকানা।
০৮১১
বচ্চনদের আস্তানায় বাগানে বসে বিকেলে আড্ডা দেওয়ার জন্য রয়েছে সাজানোগোছানো চেয়ার-টেবিল। নিজের বাড়ির বাগানে কিংবা বারান্দায় এ রকম একটা ব্যবস্থা করবেন নাকি?
০৯১১
বচ্চন পরিবারের নিজস্ব লাইব্রেরি কাম রিডিং রুমও বেশ সাজানো। কাজ করা কাঠের টেবিল। দেওয়ালেও কাঠের কারুকাজ। আপনার স্টাডিকেও এই আদলে সাজিয়ে নিতে পারেন। নজর কাড়ুক আপনার পড়ার ঘরও!
১০১১
জলসায় আছে নিজস্ব জিম-ও! আপনার বাড়িতে যে ওয়ার্কআউটের সরঞ্জাম আছে, তা দিয়েই ভাল করে সাজিয়ে নিতে পারেন বাড়ির একটি বিশেষ স্থান!
১১১১
বচ্চনদের অন্দরে আছে মন্দির। সেখানে সব মূর্তিই বহুমুল্য গয়নায় মোড়া। পুজোর আগে নিজের বাড়ির ঠাকুরঘরকেও একটু অন্য ভাবে সাজিয়ে তুলবেন নাকি?