সকালের আকাশ দেখতে শ্রীলেখা বেছে নিয়েছেন এই জানলাটি। এটি তাঁর নিজের ঘর। পর্দা সরালেই রোদ-বৃষ্টির খেলা। এই টেবিলটিতে অভিনেত্রী লেখালেখি ও পড়াশোনা করেন।
আনন্দ উৎসব ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৪ ০২:৪২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
পুজো মানেই শারদ-আমেজ মাখে বাঙালির ঘরদোর। তারকাদের বাড়ির অন্দরসজ্জা নিয়ে বরাবরই কৌতূহলের অন্ত থাকে না অনুরাগীদের। আনন্দবাজার অনলাইনে তাই ধরা দিল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের সুখী গৃহকোণ।
০২১১
ফ্ল্যাটের প্রবেশপথে রয়েছে গাছের সারি, যা গৃহসজ্জার সৌন্দর্য বৃদ্ধি করেছে।
০৩১১
সকালের আকাশ দেখতে শ্রীলেখা বেছে নিয়েছেন এই জানলাটি। এটি তাঁর নিজের ঘর। পর্দা সরালেই রোদ-বৃষ্টির খেলা। এই টেবিলটিতে অভিনেত্রী লেখালেখি ও পড়াশোনা করেন।
০৪১১
পোষ্য সারমেয়দের নিয়ে দিব্যি দিন কাটে অভিনেত্রীর। বিছানা-বালিশ সব কিছুর অধিকার তাদেরই।
০৫১১
ছিমছাম ও পরিপাটি রান্নাঘর মনে এনে দেয় প্রশান্তি।
০৬১১
ড্রয়িং রুমের একটি কোণ, অনায়াসেই এখানে বসে বেলা গড়িয়ে সন্ধ্যে নেমে যাবে
০৭১১
অভিনেত্রীর বাড়িতে এই ঘরটি তাঁর মেয়ের। পশ্চিমের এই জানলা দিয়ে ভারী সুন্দর সূর্যাস্ত দেখা যায়।
০৮১১
পর্দা এবং কুশন অন্দরসজ্জায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দেওয়ালে রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে সোফা কাম বেডের জন্য কুশন বেছেছেন অভিনেত্রী।
০৯১১
শ্রীলেখার অন্যতম প্রিয় জায়গা এই সাজঘর। এখানে বসে অভিনেত্রী রূপটানে হয়ে ওঠেন ক্যামেরা-রেডি।
১০১১
বাড়ির ভিতরে করিডরে খেলে বেড়ায় সারমেয়রা। গাছ ও সারমেয়দের যথার্থ মেলবন্ধনের ঠিকানা অভিনেত্রী শ্রীলেখা মিত্রের এই অন্দরমহল।