আলোর উৎসব দীপাবলি। অশুভের বিনাশ ঘটিয়ে শুভ বোধকে জাগ্রত করার উৎসব। এ সময়টায় তাই নিজের বাড়ির ভিতরটাকেও নতুন করে সাজিয়ে তোলেন অনেকেই। পুরনোকে বদলে নতুন সাজে, নতুন আলোয় ঝলমল করে ওঠে চেনা অন্দর। ঘর রং করা থেকে নতুন আসবাব বা গৃহসজ্জার টুকিটাকি কেনা, সবই সেই বদলের অঙ্গ। তাই আলো থেকে আতসবাজি, মোমবাতি, ফুলদানি, থেকে ল্যাম্পশেড, কুশন কভার– ঘর সাজানোর হরেক জিনিসে ছেয়ে যায় বাজার। নানা রকম মোম, সুদৃশ্য মোমদানি, বিভিন্ন ডিজাইনের রঙ্গোলি, এমনকি ফুল দিয়েও ঘর সাজান বহু মানুষ। তবে অঢেল টাকা খরচ করতে হবে না। সাধারণ কিছু জিনিসে সেজে উঠেও কিন্তু ভোল বদলে ফেলতে পারে আপনার চেনা ঘর। রইল তারই হালহদিশ।
মাটির প্রদীপ- দীপাবলির রাতে মাটির প্রদীপে সামান্য ঘি বা সরষের তেল ঢেলে সলতে দিয়ে তা জ্বালিয়ে দরজায় বা জানলায় রাখা হয়। ঘরের কোণ থেকে জানলা-দরজা, বারান্দা বা সিঁড়ি– সেই নরম আলোয় আলো হয়ে ওঠা গোটা বাড়ি। শুধু ঘর সাজিয়ে তোলাই নয়, হিন্দু শাস্ত্র মতে প্রয়াত পূর্বপুরুষের আত্মাও এতে সন্তুষ্ট হয়। সাবেক মাটির প্রদীপের পাশাপাশি বাজার ছেয়ে গেছে নানা রংয়ের নকশা করা মাটির প্রদীপে। বিক্রিও হচ্ছে দেদার।