এ পুজোয় মেঘ বৃষ্টি কাটিয়ে সপরিবার নিশ্চয়ই অনেকের দেখা হয় গিয়েছে রূপকথার সেই আশ্চর্য বাড়ি। কেউ কেউ হয়তো পুজোর দিনগুলোয় ছবি দেখার প্ল্যান করে ফেলেছেন। সেই ছবির মানুষগুলো যদি এই পুজোয় আড্ডা দেন কেমন হয়?
রজতাভ দত্ত, আবির চট্টোপাধ্যায়, রোহিত মুখোপাধ্যায় আর মনোজ ওরফে সোহম।
উঠে এল পাড়ার নাটকের গল্প। আর পাড়ায় একসঙ্গে পুজোর খাওয়া। অ্যাস্টরের কাবাব খেতে খেতে কলকাতার পুজো নিয়ে সবাই তখন উত্তেজিত।
ঘুম থেকে উঠে ঢাকের আওয়াজ শুনলেই বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়েন সোহম। নবমীতে সারা রাত জাগাও আছে। কিন্তু প্রেম নেই!
আরও পড়ুন: বিয়ের পর প্রথম পুজো শুভশ্রীর, সঙ্গী...
আরও পড়ুন: পুজোয় কি অদ্ভুত বাড়ি নিয়েই থাকছেন? পূরব বললেন...
পাশ থেকে টিপ্পনি কাটেন আবীর। ‘‘ছবিটা দেখার পর নিশ্চয়ই বান্ধবীর সংখ্যা বাড়বে!’’ ছবিতে অনেক সারপ্রাইজ, তার ওপর শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প!
‘‘শিবুদা আর অনিন্দ্যদা বলল যখন ছবির কথা খুব খুশি হয়েছিলাম আমি। থ্যাঙ্কস্ টু উনডোজ। অনেকে এ গল্প পড়েনি, তারা ছবি দেখে উৎসাহ পেয়ে বইটা পড়বে। এটা এখন খুব জরুরি,’’ উত্তেজনা আবিরের গলায়।
আড্ডা দিতে দিতে এটাও বলে দিলেন যে তিনি আর রজতাভ এ ছবিতে শুধু গান নয়, আরও কিছু করেছেন! সেটা দর্শকদের জন্য সারপ্রাইজ রইল।
কোনও এক জন সাহিত্যিকের কথা ধরলে শীর্ষেন্দুবাবুর গল্পে সবচেয়ে বেশি অভিনয় করেছেন রজতাভ।
‘‘অনিন্দ্য আর উনডোজের গল্পের বাছাইটাই অসাধারণ। ছবিটা আমাদের অনেক কিছু ফিরিয়ে দেবে,’’ বললেন রজতাভ।
এ বারের পুজোর সব রূপকথারাই যেন লুকিয়ে আছে মনোজদের বাড়িতে!
লোকেশন সৌজন্য: অ্যাস্টর
মেক আপ: মহম্মদ ইউনুস
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy