ক্রাইমিয়াকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার বিষয়টি আরও এক ধাপ এগোল মস্কো। আজই রুশ পার্লামেন্টের উচ্চ কক্ষে এ বিষয়ে একটি চুক্তি সর্বসম্মত ভাবে পাশ হয়েছে। অন্য দিকে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার পথে হাঁটছে কিয়েভ। কারণ, ইইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তি সই করার কাজটি আজ সেরে ফেলেছেন ইউক্রেনের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী আরসেনি ইয়াতসেনিয়াক। তবে আপাতত শুধু রাজনৈতিক অংশের কাজই এ দিন সারা হয়েছে।
ইইউ-র সঙ্গে এই চুক্তিটি সই করা নিয়েই গোলমাল বেধেছিল ইউক্রেনে। গদিচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ সেই সময় মস্কোর প্রতি আনুগত্য দেখানোয় সরকার-বিরোধী বিক্ষোভে উত্তাল হয় গোটা দেশ। প্রাণ যায় শ’খানেক মানুষের। আজ চুক্তি সইয়ের পরে ইয়াতসেনিয়াক বলেছেন, “ইইউ-র সঙ্গে এই চুক্তি সইটি ক্রাইমিয়া রাশিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার ঘটনার থেকে বেশি গুরুত্বপূর্ণ।”
তবে ইউক্রেনের অস্থায়ী প্রধানমন্ত্রী মুখে যা-ই বলুন না কেন, দেশের বিভিন্ন অংশে রুশ সেনা অভিযান নিয়ে রীতিমতো উদ্বিগ্ন কিয়েভ। দু’দিন আগেই ক্রাইমিয়ার সেভাস্তোপোলে ইউক্রেনের নৌসেনার সদর দফতর দখল করেছিল সশস্ত্র রুশ সেনা। আজ আবার ইউক্রেনের তিনটি যুদ্ধজাহাজের দখল নিয়েছে তারা। আজ সকালেই ক্রাইমিয়ার বন্দর শহর সেভাস্তোপোলে তিনটি ইউক্রেনীয় যুদ্ধজাহাজে অভিযান চালায় সশস্ত্র রুশ সেনা। জাহাজে উপস্থিত ইউক্রেন নৌসেনা দফতরের অফিসারদের কার্যত আত্মসমর্পণ করতে হয়েছে রুশ বাহিনীর সামনে। এর পরই একের পর এক ইউক্রেনের সেনা ছাউনির দখল নেয় রুশ বাহিনী।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ২০ জনের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে ওবামা প্রশাসন। তালিকায় রয়েছে রসিয়া নামের একটি ব্যাঙ্কও। নতুন করে এই নিষেধাজ্ঞার জেরে রুশ অর্থনীতি আজ ভালমতোই ধাক্কা খেয়েছে। অবশ্য তাতে বিশেষ হোলদোল নেই মস্কোর। পুতিন বলেছেন, “রসিয়ায় আমার অ্যাকাউন্ট নেই। ভাবছি আগামী সোমবার সেখানে একটা অ্যাকাউন্ট খুলব।” সেই সঙ্গে ওবামা প্রশাসনের কিছু গুরুত্বপূর্ণ আধিকারিকের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞাও জারি করেছে রাশিয়া সরকার।