‘কেক’ প্রায় শেষ। চট্টগ্রামের চিড়িয়াখানায় পাশাপাশি দু’টো খাঁচায় নোভা আর নাভা। ছবি: এএফপি।
পশুরাজের বিয়ে! উৎসবের আনন্দে মেতে উঠেছিল চিড়িয়াখানা। বিয়ের আসরে আয়োজনেরও কোনও ত্রুটি ছিল না। বর-কনের জন্য ১০ কিলোগ্রামের একটি মাংসের কেকও বানিয়েছিলেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। দর্শনার্থীদের ভিড় বাড়াতে বুধবার এই অভিনব ‘বিবাহ অনুষ্ঠানের’ আয়োজন করে চট্টগ্রাম চিড়িয়াখানা।
কনের নাম নোভা। বয়স এগারো বছর। জন্ম চট্টগ্রাম চিড়িয়াখানাতেই। আর বরের নাম বাদশা। দু’সপ্তাহ আগেই রংপুর চিড়িয়াখানা থেকে নিয়ে আসা হয়েছে তাকে। চট্টগ্রামে আনার পরে নোভার সঙ্গে নাম মিলিয়ে তার নতুন একটা নামও দেওয়া হয়েছে— নাভা। চট্টগ্রামের চিড়িয়াখানা কর্মী মেসবাহউদ্দিন বললেন, ‘‘দীর্ঘদিন ধরে নোভা একা। ওর এক জন পুরুষ সঙ্গীর দরকার ছিল। তাই বাদশাকে নিয়ে আসা হয়েছে।’’ তবে বিয়ের পরেও তাদের একসঙ্গে রাখা হয়নি, রাখা হয়েছে পাশাপাশি খাঁচায়। পরস্পরের সঙ্গে অভ্যস্ত হওয়ার জন্য তাদের আরও তিন দিন আলাদা রাখা হবে। তারপর ভাবসাব হয়ে গেলে এক সঙ্গেই থাকবে তারা।
ডিম, মুরগি, গরুর মাংস আর ভাজা লিভার দিয়ে তৈরি হয়েছিল বিয়ের স্পেশ্যাল কেক। তবে সেই কেকটা শুধুমাত্র নব-দম্পতিরই জন্য। আর মানুষ দর্শকদের জন্যও প্রীতিভোজের ব্যবস্থা করা হয়। এসেছিলেন প্রায় চারশো জন। পুরো চিড়িয়াখানাটাই সাজানো হয়েছিল বেলুন দিয়ে।