Viral video

Viral: ছাদে উঁকি মারছে ওটা কুকুর, নাকি অন্য কিছু? ভিডিয়ো না দেখলে চোখকে বিশ্বাস করতে পারবেন না

ভিডিয়োটি গত ২৩ ডিসেম্বরের। তার পরই সেটা নেটমাধ্যমে ভাইরাল হয়। যাঁরা ভিডিয়োটি দেখেছেন তাঁরাও ভিরমি খেয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২২ ১৪:০৪
Share:

এই ছবিই ধন্দে ফেলে দিয়েছে অনেককে।

ছাদের ফাঁক দিয়ে উঁকি মারছে কুকুর! স্বাভাবিক ভাবে মনে আসতেই পারে এ আর এমন কী। এক দম্পতিও তেমনই ভেবেছিলেন পড়শির ছাদে কুকুরের মাথাটা দেখে। স্বাভাবিক ভাবেই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেননি তাঁরা। তবে সেই ‘কুকুর’-এর ভিডিয়ো করার মুহূর্তে চমকে উঠেছিলেন।

ভিডিয়োটি গত ২৩ ডিসেম্বরের। তার পরই সেটা নেটমাধ্যমে ভাইরাল হয়। যাঁরা ভিডিয়োটি দেখেছেন তাঁরাও ভিরমি খেয়েছেন।

Advertisement

জানা গিয়েছে, ভিডিয়োটি ব্রাজিলের রিও ডি জেনেইরোর। এক দম্পতি বাড়ির দোতলায় বসে গল্প করছিলেন। হঠাৎই মহিলার চোখ যায় পড়শির বাড়ির ছাদের দিকে। স্বামীকে ডেকে কুকুরের উঁকি মারার বিষয়টি জানান। প্রশ্ন করেন, ছাদে কি ওটা কুকুর? তখন পাশ থেকে মহিলার মা বলেন, “ওটা কুকুর নয়, বিড়াল।”

ওটা কি আদৌ বিড়াল ছিল, নাকি কুকুর! ভিডিয়ো না দেখলে নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement