Viral video

Miami: বিকিনি পরে বিমানবন্দরে! ভিডিয়ো দেখলে চোখ কপালে উঠবে আপনারও

অনেকেই বলছেন, মহিলার বোধ হয় বিচ পার্টি ছিল। শেষে বিমান ধরতে দেরি হয়ে যাওয়ায় তিনি এ ভাবে এসে পড়েছেন বিমানবন্দরে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ ১৭:৫৪
Share:

ছবি: টুইটার

বিকিনি পরেই বিমানবন্দরে সটান ঢুকে পড়লেন এক মহিলা। আমেরিকার মিয়ামি বিমানবন্দরে আগত ওই মহিলার ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। সেটিতে দেখা যাচ্ছে, হালকা সবুজ রঙের বিকিনি পরে বিমানবন্দরে ঢুকে পড়েছেন তিনি। সরকারি নিয়ম মেনে মাস্ক পরেছেন ঠিকই, কিন্তু শরীরের বেশির ভাগ অংশই উন্মুক্ত। বিমানবন্দরে উপস্থিত যাত্রীরা তো বটেই, নিরাপত্তারক্ষীরাও ওই মহিলাকে দেখে কিছুটা চমকেই গিয়েছেন। যদিও দেখা যাচ্ছে, ওঁকে আটকাননি কেউ। নির্বিঘ্নেই তিনি ঢুকেছেন বিমানবন্দরে।

সেই মহিলার ভিডিয়ো নিয়েই আলোচনা শুরু হয়েছে নেটমাধ্যমে। অনেকেই বলছেন, মহিলার বোধ হয় বিচ পার্টি ছিল, শেষে বিমান ধরতে দেরি হয়ে যাওয়ায় তিনি এ ভাবে এসে পড়েছেন বিমাবনবন্দরে। আবার কেউ লিখেছেন, যাই হোক, আমেরিকার সিডিসি-র দেওয়া করোনা স্বাস্থ্যবিধি মেনে চলছেন মহিলা। জামাকাপড় তেমন না পরলেও মাস্ক পরেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement