Woman strips

ঐতিহ্যময় গল্ফ টুর্নামেন্টের স্টেডিয়ামে আচমকা শরীর প্রদর্শন করলেন মহিলা!

মনে হয় উনি দ্বিতীয় স্থানাধিকারীর বান্ধবী। এই নেটাগরিক সম্ভবত ইঙ্গিত করতে চেয়েছেন, ওই মহিলা মার্কিন গল্ফার ওয়েব সিম্পসন-এর মনঃসংযোগ নষ্ট করতে চেয়েছিলেন। যাতে তাঁর বয়ফ্রেন্ড ম্যাচ জিতে যান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২০ ১২:৫৩
Share:

টুইটার থেকে নেওয়া ছবি।

মাঠে তখন ছোট্ট সাদা বলটিকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য মনোনিবেশ করছেন এক গল্ফার। কিন্তু হঠাত্ ধ্যান ভঙ্গ, সবার নজর তখন গ্যালারির দিকে। এক মহিলা যা করলেন তাতে স্টেডিয়ামের ক্যামেরাও গল্ফ মাঠ ছেড়ে তাঁকেই ধরল। ওই মহিলার শরীর প্রদর্শনের ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

সোমবার আমেরিকায় অ্যারিজোনার স্কটসডেল-এ ঐতিহ্যবাহী ফিনিক্স ওপেনের খেলা চলছিল। সেখানেই স্টেডিয়ামে দাঁড়িয়ে এক মহিলা হঠাত্ই তাঁর সবুজ রঙের জ্যাকেটের চেন খুলে ফেলেন। চেন বেশ কিছুটা খুলে স্তন বের করে প্রদর্শন করতে শুরু করেন। একবার নয় এমন কাজ আরও একবার করেন তিনি।

মহিলার এই কান্ড ধরা পড়ে যায় ক্যামেরায়। পরে সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আর তা নিয়ে হাসি-ঠাট্টার সঙ্গে শুরু হয় সমালোচনাও। একজন লিখেছেন, মনে হয় উনি দ্বিতীয় স্থানাধিকারীর বান্ধবী। এই নেটাগরিক সম্ভবত ইঙ্গিত করতে চেয়েছেন, ওই মহিলা মার্কিন গল্ফার ওয়েব সিম্পসন-এর মনঃসংযোগ নষ্ট করতে চেয়েছিলেন। যাতে তাঁর বয়ফ্রেন্ড ম্যাচ জিতে যান।

Advertisement

আরও পড়ুন: ‘অজ্ঞাত ব্যক্তির কাছে চলে গিয়েছে ব্যক্তিগত ভিডিয়ো’!

শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেন ওয়েব সিম্পসনই। টনি ফিনাও-কে হারিয়ে সিম্পসন জিতে নেন ১৩ লাখ মার্কিন ডলারের পুরস্কার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ন’ কোটি ২৫ লাখ টাকা।

আরও পড়ুন: স্ত্রীর অ্যাকাউন্টে ৩০ কোটি, অজ্ঞান হওয়ার জোগাড় সাধারণ ফুল ব্যবসায়ীর!

দেখুন সেই ভিডিয়ো:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement